বিনোদন ডেস্ক : ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাফা কবির। অভিনয়ের পাশাপাশি বেশ সরব সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ কারণেই সাফা তার ভক্তদের সঙ্গে নিজের ভালো ও মন্দ লাগার মুহূর্তগুলো শেয়ার করে নেন। এরই ধারাবাহিকতায় সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেছেন।
অভিনেত্রীর পোস্টে দেখা যায় হাতির সঙ্গে বেশ কিছু ছবি; পোস্টেরে ক্যাপশনে সাফা লেখেন, ‘শুনেছি হাতি নাকি শক্তি ও ক্ষমতার প্রতীক। তাদের সঙ্গে দেখা করে আমি খুব খুশি। আলিঙ্গনও করেছি।’
তবে ঠিক কোন জায়গায় গিয়ে হাতিদের সঙ্গে সাফা ছবিগুলো তুলেছেন; সে বিষয়ে কিছু জানা যায়নি। এদিকে সাফার ছবিগুলোতে বিভিন্ন মন্তব্য করেছেন নেটিজেনরা। বেশির মন্তব্যকারীই অভিনেত্রীর পশু-প্রাণির প্রতি ভালোবাসা দেখে প্রশংসা করেছেন।
প্রসঙ্গত, বিজ্ঞাপন দিয়ে নিজের ক্যারিয়ার শুরু করা ছোটপর্দার জনপ্রিয় মুখ সাফা কবির এখন ব্যস্ত টিভি নাটকে। সাফা কবিরের উল্লেখযোগ্য নাটকগুলোর মধ্যে রয়েছে: অল টাইম দৌড়ের উপর, ফার্স্ট ইয়ার ড্যাম্ন কেয়ার, এ ড্রাইভার, অতঃপর আমরা, ভাই কিছু বলতে চায়, ছক্কা, এই গল্পের নাম নেই, একা মেয়ে, গায়ে হলুদ, ফাহিম দ্য গ্রেট ফাজিল, মিস ম্যাচ, সোলমেট, মিস শিউলি, টাইম পাস, লাস্ট গুডবাই, ঢাকাইয়া ওয়েঢিং প্রভৃতি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।