লাইফস্টাইল ডেস্ক : হাঁটু, কনুই ও বাহুমূলে অনেকের কালচে দাগ পড়ে। এই দাগ দূর করার কিছু প্রাকৃতিক উপায় রয়েছে।
আসুন জেনে নিই হাঁটু, কনুই ও বগলের দাগ দূর করার উপায়-
অ্যাপল সাইডার ভিনিগার
অ্যাপল সাইডার ভিনিগার প্রাকৃতিক উপাদান থেকে সংগ্রহীত, যা দাগ দূর করতে ব্যবহার করতে পারেন। অ্যাসিটিক অ্যাসিড সমৃদ্ধ হওয়ায় এটি প্রাকৃতিক ব্লিচিং হিসেবে কাজ করে। এ ছাড়া ত্বকের রঙ উজ্জ্বল বাড়ায়। আর তৈলাক্ত ত্বকের জন্য এটি খুব ভালো কাজ করে।
যেভাবে ব্যবহার করবেন
উপকরণ
অ্যাপল সাইডার ভিনিগার ১ টেবিল চামচ। পানি ১ টেবিল চামচ।
পদ্ধতি
একটা বাটিতে উপাদানগুলো মিশিয়ে কনুই ও হাঁটুতে তুলার বলের সাহায্যে মেখে ১০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন। একদিন পর পর ব্যবহার করতে পারেন।
হলুদ, বেসন ও মধুর মাস্ক
হলুদ ত্বক উজ্জ্বল করে। হাঁটু, কনুই ও বগলের দাগ দূর করতে হলুদ, বেসন ও মধুর মাস্ক ব্যবহার করতে পারেন।
উপকরণ
হলুদ আধা চা চামচ। মধু ১/৪ চা চামচ। বেসন ১ টেবিল চামচ।
পদ্ধতি
সব উপকরণ মিশিয়ে পেস্ট তৈরি করে হাঁটু ও কনুইয়ে মেখে ১০ মিনিট অপেক্ষা করুন। এর পর গরম পানি দিয়ে পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করুন।
লেখক:
বিউটিশিয়ান শামসুর নাহার সাথী
স্বরং হারবাল বিউটি পার্লার
বয়াতিকান্দি, কেরানীগঞ্জ ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।