বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : আনআইডেন্টিফাইড ফ্লায়িং অবজেক্ট (ইউএফও) নিয়ে গবেষণা চলছে দীর্ঘদিন ধরেই। মূলত পৃথিবীতে যদি এমন কোনো বস্তু দেখা যায়, তা আগে দেখা যায়নি, সেসব বস্তুকে ঘিরেই শুরু হয় এই জল্পনা। অনেকে বলা শুরু করেন এটি ভিণগ্রহের প্রাণীদের যান। তবে এসব প্রযুক্তি এলিয়েনেন কিনা—তা আজও নিশ্চিত করা যায়নি।
বার্তা সংস্থা রয়টার্স বলছে, এ নিয়ে সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে পেন্টাগন। তাতে অবশ্য দাবি করা হয়, এখন পর্যন্ত কখনো মানুষের সামনে পড়েনি এলিয়েনের কোনো প্রযুক্তি। এখন পর্যন্ত একবারও পৃথিবীর কাছেই আসেনি কোনো এলিয়েন।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই মূলত এলিয়েনের প্রযুক্তি নিয়ে গবেষণা করে আসছে আমেরিকা। এতদিন গবেষণার পর এবার প্রকাশিত হলো প্রতিবেদন। এতে বলা হয়, আমরা যেসব ইউএফও নিয়ে লাফালাফি করছি, সেগুলো আসলে এলিয়েনের প্রযুক্তি নয়।
শুক্রবার প্রতিবেদনটি প্রকাশ করে পেন্টাগনের অল–ডোমেইন অ্যানোম্যালি রেজুলেশন অফিস (এএআরও)। এতে বলা হয়, এলিয়েনের পৃথিবীতে আসার কোনো প্রমাণই তারা পাননি। এমনকি এমন কোনো প্রমাণ নেই, যাতে বলা যেতে পারে পৃথিবীর কাছাকাছিও এসেছিল এলিয়েন বা তাদের কোনো যান।
যেগুলোকে আমরা ইউএফও বলছি, সেগুলো কোনো গোয়েন্দা কার্যক্রমের অংশ হতে পারে। অনেকেই বলেন, মার্কিন সরকার এলিয়েনের মুখোমুখি হয়েছে, এটিও আসলে ভুয়া।
তবে তাদের গবেষণা পুরোপুরি সত্য বলেও দাবি করছেন না পেন্টাগনের গবেষকেরা। নাসার গবেষক ও কংগ্রেসের শুনানির পরই এই প্রতিবেদন প্রকাশিত হলো।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।