বলিউডের হাওয়া পাল্টে দেবে এই সিনেমাগুলো : শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বিনোদন ডেস্ক : দক্ষিণী সিনেমায় দাপটে একের পর এক বক্স অফিসে মুখ থুবড়ে পড়ছে বলিউড সিনেমাগুলো। সম্প্রতি মুক্তি পাওয়া বেশিরভাগ বলিউড সিনেমা তুলতে পারেনি লগ্নি। অনেকেই বলছেন, বলিউড বয়কট করছেন দর্শকরা। যদিও বলিউড নির্মাতা-শিল্পীরা বলছেন ভিন্ন কথা।

শ্রদ্ধা কাপুর

এমন অবস্থা মুক্তির অপেক্ষায় রয়েছে বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের প্রায় হাফ ডজন সিনেমা। প্রতিটি সিনেমাই বিগ বাজেটের হওয়ায় শুরু থেকে রয়েছে বেশ আলোচনায়। বর্তমানে নির্মাতা লুভ রঞ্জনের একটি সিনেমার কাজ নিয়ে ব্যস্ত আছেন শ্রদ্ধা। এতে প্রথমবারের মতো রণবীর কাপুরের সঙ্গে তাকে রোমান্স করতে দেখবেন দর্শকরা।

পাশাপাশি ‘চালবাজ আন লন্ডন’, ‘নাগিন’সহ একাধিক সিনেমা ঘিরেও প্রত্যাশার কমতি নেই এই অভিনেত্রীর।

শ্রদ্ধা বলেন, ‘দর্শকরা বলিউড সিনেমা দেখছেন না এটা ভুল। ভালো কাজের দর্শক সবসময়ই ছিল। আসলে দর্শকরা একটু বেশি আধুনিক হয়েছে। তারা নিজেদের গল্প দেখতে চায়। পছন্দের তারকাদের কাছে ব্যতিক্রম কিছু প্রত্যাশা করে। সেই জায়গাতে আমার প্রতিটি সিনেমাই নিজেদের গল্পে নির্মিত হয়েছে। উপস্থাপনও একেবারে ভিন্ন।

বউ সেজে বাড়ির ছাদে দুর্দান্ত ড্যান্স দিলো মিষ্টি খুদে, ভাইরাল ভিডিও

এমনকি আমার একটি সিনেমার চরিত্রের সঙ্গে অন্য সিনেমার চরিত্রের মিল খুঁজে পেতেও দর্শকদের গবেষণা করতে হবে। চেষ্টা করছি ব্যতিক্রম কিছু উপহার দেওয়ার। আমার বিশ্বাস, সিনেমাগুলো বলিউডের হওয়া পাল্টে দেবে। আগামী বছরটি বলিউডের জন্য বিশেষ হতে যাচ্ছে!