জুমবাংলা ডেস্ক : দৈনন্দিন জীবনে আমরা এমন অনেক কিছু ব্যবহার করি যেগুলো ডিজাইন দেখে অদ্ভুত লাগলেও তার সঠিক কারণ খুঁজে পাই না। কিন্তু কোম্পানির উদ্দেশ্য সম্পর্কে খুব কম মানুষই জানেন। এর মধ্যে এমন একটি হল হাওয়াই চপ্পলে কাটা কাটা অংশগুলি থাকে কেন, এর কাজ কি জানেন? এই প্রতিবেদনে তেমনি কিছু অজানা প্রশ্নের উত্তর নিয়ে আসা হলো এক নজরে দেখে নিন।
১) প্রশ্নঃ কোন গাছ বর্ষাকালে এক দিনে প্রায় তিন হাত পর্যন্ত লম্বা হয়ে যায়?
উত্তরঃ বাঁশ গাছ।
২) প্রশ্নঃ ত্বকের সাহায্যে নিঃশ্বাস নাই কোন প্রাণী?
উত্তরঃ কেঁচো ত্বকের সাহায্যে নিঃশ্বাস নেয়।
৩) প্রশ্নঃ জাপান দেশের পুরাতন নাম কি ছিল?
উত্তরঃ নিপ্পন জাপান দেশের পুরনো নাম।
৪) প্রশ্নঃ কোন দেশে কোন বিশ্ববিদ্যালয় নেই?
উত্তরঃ মালদ্বীপে কোন বিশ্ববিদ্যালয় নেই।
৫) প্রশ্নঃ বেশিরভাগ প্রাণীর দুধের রং সাদা হয় কেন?
উত্তরঃ দুধের মধ্যে থাকে কেসিন নামের একটি প্রোটিন যার জন্য দুধের রং সাদা হয়।
৬) প্রশ্নঃ প্রেম ও ভালোবাসার মধ্যে পার্থক্য কি?
উত্তরঃ প্রেম হল প্রানের আরাম, মনের শান্তি, প্রেমটা অবশ্যই দু’পক্ষের হতে হবে। শুধু এক পক্ষ থেকে প্রেম হয়না। ভালোবাসাটা মানুষের আবেগ অনুভূতির একটা স্বাভাবিক রূপ।
৭) প্রশ্নঃ গাছের রাজা কোন গাছকে বলা হয়?
উত্তরঃ অশ্বত্থ গাছকে গাছের রাজা বলা হয়।
৮) প্রশ্নঃ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশটির নাম কি?
উত্তরঃ মালদ্বীপ এশিয়া মহাদেশের সবচেয়ে ছোট দেশ।
৯) প্রশ্নঃ সাপকে যদি সাপের বিষ খাওয়ানো হয় তাহলে কি হবে?
উত্তরঃ সাপের ক্ষতি হবে না, সাপের শরীরে তাদের বিষ প্রতিরোধের ব্যবস্থা আছে।
১০) প্রশ্নঃ জানেন হাওয়াই চপ্পলে খাঁজ অংশগুলি থাকে কেন?
উত্তরঃ হাওয়াই চপ্পল খাঁজ অংশগুলি কোন ডিজাইনের জন্য তৈরি হয় না। এই জুতোগুলোকে একুপ্রেসার স্লিপার বলা হয়। এই জুতোর কাটা কাটা অংশগুলি আমাদের ব্রেনের নার্ভকে সক্রিয় করতে সাহায্য করে। এটি পায়ের আকুপ্রেশার পয়েন্ট গুলোকে প্রেস করে ফলে শরীরের রক্ত চলাচল বৃদ্ধি পায়। যা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। এছাড়াও পিচ্ছিল রাস্তায় চলাফেরা করতে সহজ হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।