স্পোর্টস ডেস্ক : উইকেটকিপিং নিয়ে সমালোচনা শুনতে শুনতে হয়তো বিরক্ত হয়ে গিয়েছিলেন মুশফিকুর রহিম। এর একটা জবাব দেওয়ার প্রয়োজন ছিল। জবাব দেওয়ার জন্য আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের রেকর্ড জয়ের ম্যাচটিকেই বেছে নিলেন পঞ্চপাণ্ডবের অন্যতম এই তারকা। আজকের ম্যাচে গ্লাভস হাতে মোট পাঁচটি ক্যাচ নিয়েছেন মুশফিক। ছুঁয়েছেন নিজের পুরনো রেকর্ড।
বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা এই ক্রিকেটারের সময় খুব খারাপ যাচ্ছিল। কিপিং হচ্ছিল যাচ্ছেতাই, ব্যাট হাতেও রান পাচ্ছিলেন না। আজ দুই বিভাগেই দুর্দান্ত পারফর্ম করলেন। ব্যাট হাতে ৬ বছর পর ছয়ে নেমে খেললেন ২৬ বলে ৩ চার ৩ ছক্কায় ৪৪ রানের বিধ্বংসী ইনিংস। যা বাংলাদেশকে তিন শতাধিক রানের রেকর্ড স্কোর গড়ায় বড় অবদান রাখল। এরপর কিপিং গ্লাভস হাতে মুশফিক হয়ে উঠলেন বাজপাখি। দেখিয়ে দিলেন, তিনি কী পারেন।
সাকিবের বলে স্টিফেন দোহানির ক্যাচ দিয়ে তার শুরু। দ্বিতীয় ক্যাচেই বাজিমাত। ইবাদত হোসেনের বলে মুশফিকের নেওয়া পল স্টার্লিংয়ের ক্যাচটা আক্ষরিক অর্থেই ছিল উড়ন্ত ক্যাচ! এরপর তিনি ক্যাচ নেন হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রেইন এবং মার্ক অ্যাডারের। এর আগে ২০১৫ সালে ভারতের বিপক্ষে এই মুশফিকই পাঁচটি ক্যাচ নিয়েছিলেন। আজ নিজের রেকর্ডই আরেকবার ছুলেন এই তারকা। বিশ্বকাপের আগে মুশফিককে এই রূপেই দেখতে চাইবে বাংলাদেশ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।