হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

জুমবাংলা ডেস্ক : রাজধানীর হাজারীবাগের ঝাউতলা টিনশেড বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৭ ইউনিটের চেষ্টায় বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটের দিকে রাজধানীর হাজারীবাগ এলাকার একটি টিনশেড বস্তিতে আগুনের সূত্রপাত হয়।

সে সময় ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার জানিয়েছিলেন, বেলা ১১টা ৫০ মিনিটে হাজারীবাগ বেড়িবাঁধ সংলগ্ন ঝাউতলা বস্তিতে আগুন লাগার খবর আসে। তিনি আরও জানান, হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি, লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৭টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

বেলা সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে এসেছে বলে জানায় ফায়ার সার্ভিস। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।