জুমবাংলা ডেস্ক : ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার এই তথ্য জানান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক মো. কামরুল ইসলাম। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিমানবন্দর বন্ধ থাকবে বলে জানান তিনি।
তবে, ঠিক কী কারণে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করা হয়েছে তা জানা যায়নি।
এর আগে সোমবার পদত্যাগ করে দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিকেলে জাতির উদ্দেশে ভাষণে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ‘আজ রাতের মধ্যেই অন্তর্বর্তী সরকার গঠনের ব্যাপারে সলিউশন হতে পারে।’
দুর্দান্ত ফিচারের সঙ্গে ভিভোর এই ফোনে পাবেন স্যাটেলাইট কানেকশন, কল করা যাবে সিম ছাড়াও
সোমবার বিকেলে এসব কথা বলেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।