জুমবাংলা ডেস্ক : বগুড়া-৬ এবং বগুড়া-৪ আসনের উপনির্বাচনে লড়াই করেও অবশেষে পরাজিত হয়েছেন আশরাফুল আলম ওরফে হিরো আলম। পরাজয়ের পর সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন তিনি। কখন করবেন সেই সময় এখনো জানা যায়নি। তবে পরাজয় হিরো আলম মানবেন না বলে জানিয়েছেন তার প্রধান নির্বাচনী এজেন্ট জামান রায়হান।
Advertisement
বগুড়া-৪ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী এ কে এম রেজাউল করিম তানসেনের কাছে পরাজিত হন হিরো আলম। রেজাউল করিম তানসেন মশাল প্রতীকে পেয়েছেন ২০ হাজার ৪০৫ ভোট আর হিরো আলম একতারা প্রতীকে পেয়েছেন ১৯ হাজার ৫৭১ ভোট। অন্যদিকে, বগুড়া-৬ আসনেও পরাজিত হন হিরো আলম।
নির্বাচনের পরাজয় প্রসঙ্গে হিরো আলমের প্রধান নির্বাচনী এজেন্ট জামান রায়হান বলেন, ‘মানুষ হিরো আলমকে ভোট দিয়েছেন। ভোটে তিনি নির্বাচিত। এই ফলাফল তিনি কোনোভাবেই মেনে নেননি।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।