অভিনেত্রী রুকাইয়া জাহান চমকের রিরুদ্ধে ‘শ্বশুর বাড়িতে প্রথম দিন’ নামের একটি নাটকের শুটিংয়ে দুর্ব্যবহার করে সেট ছাড়ার অভিযোগ করেছেন নির্মাতা। বিষয়টি নিয়ে ডিরেক্টরস গিল্ডের কাছে অভিযোগ দিয়েছেন নাটকটির নির্মাতা আদিব হাসান।
এমন অভিযোগের বিপরীতে সোমবার চমক বলেন, ‘এটা আমার বিরুদ্ধে চক্রান্ত। নির্মাতা ও কয়েকজন মিলে আমার ইমেজ ক্ষুন্ন করতেই এমন অভিযোগ এনেছেন। অথচ ওই শুটিং সেটে আমার সঙ্গেও খারাপ আচরণ করা হয়েছে। আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়েছে। আমিও অভিনয় শিল্পী সংঘে অভিযোগ করেছি।’
জানা গেছে, রাজধানীর উত্তরার একটি শুটিং হাউসে শুক্রবার দ্বিতীয় দিনের শুটিং চলছিল নাকটির। সময়মতো সেটে না আসায় ফোন করাতেই নাকি রেগে যান চমক। এরপর বিভিন্ন সময় শুটিং সেটে ক্ষোভ ঝাড়েন তিনি। নির্মাতার এমন অভিযোগ উড়িয়ে দিয়ে চমক বলেন, ‘আমি শুটিংয়ে দেরি করে আসিনি। ১১টায় আমি শুটিং সেটে পৌঁছেছি। মেকআপ রুমে ১ ঘণ্টার মত ওয়েট করেছি, এরপর আমার আরেক সহকর্মী আরশ খান আসেন। তাহলে আমি পরে এসেছি এটা কিভাবে বলেন।’
কোনো অন্যায় করেননি বলছেন তাহলে আপনার বিরুদ্ধে ‘দুর্ব্যবহার’র অভিযোগ আনার অন্য কোনো কারণ আছে কিনা জানতে চাইলে চমক বলেন, ‘কারণ তো অবশ্যই আছে। এখানে নির্মাতা আর আরশ খান চক্রান্ত করে এটা ছড়াচ্ছে। কারণ আরশ আমার খুব ভালো বন্ধু ছিল। একটা সময় বন্ধুর চেয়ে বেশি কিছু হতে চায়। সে কারণে দূরত্ব বাড়ে। সেই রাগ আর ক্ষোভ থেকে তিনিও এটা ছড়াচ্ছেন।’
চমক বলেন, ‘তরুণ অভিনেতা আরশ খানের উস্কানিতেই সবাই আমার বিরুদ্ধে কথা বলছেন। কারণ সে ইমোশন দিয়ে মানুষকে মেনিপুলেট করতে পারে। সে শুটিংয়ের সবাইকেই কনভিন্স করে আমাকে নিয়ে নেগেটিভ বলাচ্ছে।’
নির্মাতা জানিয়েছেন শুটিংয়ে সিনিয়র শিল্পী মাসুম বাশারের সঙ্গেও ‘দুর্ব্যবহার’ করেছেন চমক। অথচ অভিনেত্রী বললেন, ‘এমন শিক্ষা তো আমি পাইনি যে, মাসুম বাশারের সঙ্গে আমি খারাপ আচরণ করব। অথচ আমি ডাক্তারি পড়া শেষ করে অভিনয়কে ভালোবেসে কাজ করছি। এমন মিথ্যা অভিযোগ এনে আমাকে অপমান করলে কিভাবে কাজ করব। আমি আমার সিনিয়র শিল্পীর সঙ্গে খারাপ আচরণ করেছি, তার গায়ে হাত তুলেছি এ ধরণের অভিযোগ কিভাবে সম্ভব। আমি এটা মেনে নিতে পারছি না। ওই দিনের ঘটনার পর থেকে আমিও মানসিক ট্রমার মধ্য দিয়ে যাচ্ছি।’
‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৭’ প্রতিযোগিতায় দ্বিতীয় রানারআপ হয়েছিলেন চমক। ২০২০ সালে অভিনয় শুরুর পর গত দুই বছরে বেশ পরিচিতি পেয়েছেন এই অভিনেত্রী। এরপর মানিকগঞ্জ সরকারি মেডিকেল কলেজ থেকে এমবিবিএস শেষ করে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়েন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।