বিনোদন ডেস্ক : শারীরিকভাবে নাটকটিতে অভিনয় করেননি তিনি; কিন্তু আছেন নাটকজুড়ে। তিনি অপর্ণা ঘোষ। একসময় বাংলা নাটকের অবিচ্ছেদ্য অংশ ছিলেন। এখন স্বামী-সন্তান নিয়ে জাপানেই থিতু হয়েছেন।
মাঝেমধ্যে দেশে আসেন, টুকটাক অভিনয় করেন, তবে সেটাও হাতে গোনা। অভিনয় করেছেন ‘সুতপার ঠিকানা’, ‘ভূবনমাঝি’সহ বেশ কয়েকটি চলচ্চিত্রে।
তবে তিনি অভিনয় না করেও আছেন একটি নাটকে। যেটি কয়েক দিন আগে চিত্রায়িত হয়েছে অস্ট্রেলিয়ার সিডনিতে।
নাটকটি নির্মাণ করেছেন আরেক গুণী অভিনেতা মাজনুন মিজান। অবশ্য মাজনুন মিজান ও অপর্ণা মিলে বেশ কয়েকটি নাটক ও চলচ্চিত্রে অভিনয় করেছেন। সেই বন্ধুত্বের সূত্রেই নাটকে নীরব উপস্থিতি অপর্ণার।
নতুন এই নাটকটির নাম ‘মায়াজীবন’।
নাটকটির শুটিং হচ্ছে অস্ট্রেলিয়ায়। পরিচালনা ছাড়াও নাটকের গল্পটাও লিখেছেন মাজনুন মিজান। অভিনয়ও করেছেন তিনি। ‘মায়াজীবন’ নাটকের গল্পে দেখা যাবে, মাজনুন মিজান ও অপর্ণা ঘোষ স্বামী-স্ত্রী। তাঁদের একটি মেয়ে আছে।
বেশ সুখেই কাটছে তাঁদের সংসার। তবে মাজনুন মিজান অস্ট্রেলিয়াপ্রবাসী। হঠাৎ একটি সড়ক দুর্ঘটনায় অপর্ণা ঘোষ মারা গেলে বিপাকে পড়ে যান মাজনুন মিজান। গল্পের সূত্রপাত্র অপর্ণার মৃত্যুর পর থেকেই। তাই স্বাভাবিকভাবে অপর্ণার ছবি আর তাঁকে ঘিরে স্বামী-সন্তানের স্মৃতিই আছে নাটকজুড়ে।
নাটকটি প্রসঙ্গে মাজনুন মিজান বলেন, ‘নাটকের গল্প দর্শকদের স্পর্শ করে যাবে—এটা আমার বিশ্বাস। চমৎকার লোকেশনে শুটিং করেছি। শিল্পীরা দারুণ অভিনয় করেছেন। আমিও চেষ্টা করেছি যত্ন করে নাটকটি বানাতে। সবাই খুব ভালো করেছেন বলতে পারি।’
‘মায়াজীবনে’ মাজনুন মিজান ছাড়াও আরো অভিনয় করেছেন ডলি জহুর, রূপন্তী আকিদ, শিল্পী সরকার অপু প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।