আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের পরামর্শে সংসদ ভেঙে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট আরিফ আলভি। এর আগে, অনাস্থা প্রস্তাব নাকচ করে দেন দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। বলা হচ্ছে, ইমরান খানের সংসদ ভেঙে দেওয়ার পরামর্শ গুগলির মতো কাজ করেছে বিরোধীদের বিপক্ষে।
এখন প্রশ্ন উঠেছে তবে কি ইমরান খানের সতীর্থ ওয়াসিম আকরামের ইঙ্গিতই সত্য হলো। গতকাল অনাস্থা প্রস্তাব ইস্যুতে তিনি বলেছিলেন, ‘খেলা এখনো শেষ হয়নি’। মূলত কিংবদন্তি ক্রিকেটার ইমরান খানের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন ওয়াসিম। নিজের টুইটার হ্যান্ডেলে তিনি লিখেছিলেন, ‘তার জন্মই হয়েছে নেতৃত্বের, লড়াই এবং জয়ের জন্য। নিজের জন্য নয়; তিনি যা প্রতিনিধিত্ব করছেন তার জন্য। সে ক্ষমতা, যশ-খ্যাতির জন্য লড়ছেন না, এটাই তার নিয়তি। খেলা এখনো শেষ হয়ে যায়নি।’
He was born to lead, fight & win, not for himself but for what he is representing.
It’s not the position or power or name he’s fighting for,
Its his destiny!
And the game is not over yet!#IstandwithImranKhan #NeverGiveUp pic.twitter.com/NXr5G83xVC— Wasim Akram (@wasimakramlive) April 2, 2022
এদিকে, আজ রবিবার প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে পাকিস্তানের ডেপুটি স্পিকার কাসিম খান সুরি বলেছেন, এই অনাস্থা প্রস্তাব সংবিধানের ৫ নং অনুচ্ছেদের বিরোধী।
পাকিস্তানের সংবিধানের ৫ নং অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্রের প্রতি অনুগত থাকা প্রত্যেক নাগরিকের দায়িত্ব। প্রত্যেক নাগরিককে (সে যেখানেই থাকুক না কেন এবং পাকিস্তানে থাকা সবাইকে) সংবিধান ও আইনের প্রতি অনুগত থাকতে হবে।
সূত্র : ডন ও অ্যারি নিউজ (উর্দু)।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।