টেনে হিঁচড়ে নিয়ে যেত শ্মশানের দিকে, তারপর রাতের পর রাত কী হত নার্গিসের সঙ্গে?

বিনোদন ডেস্ক : নার্গিস জানিয়েছেন,রাতের পর রাত ঘুমোতে পারতেন না৷ অদ্ভুত সব স্বপ্নে নার্গিস দেখত, ছয় ফুট লম্বা এক পুরুষ টেনে হিঁচড়ে শ্মশানের দিকে অভিনেত্রীকে নিয়ে যাচ্ছে৷ সে মাংস খেত এবং আমাকেও খাওয়ার জন্য বাধ্য করত৷ এভাবেই ভয়ঙ্কর রাতগুলো কাটত নার্গিসের৷ বলিউড অভিনেত্রী নার্গিস ফকরি-কে এখন আর সেভাবে দেখা যায় না৷ তবে প্রথম ছবিতেই বাজিমাত … Continue reading টেনে হিঁচড়ে নিয়ে যেত শ্মশানের দিকে, তারপর রাতের পর রাত কী হত নার্গিসের সঙ্গে?