স্পোর্টস ডেস্ক : ক্যারিয়ারের একেবারে শেষে চলে এসেছেন মাহেন্দ্র সিং ধোনি। তবুও ভারতীয় সাবেক অধিনায়কের আবেদন একটুও কমেনি। ভক্তরা যে কোনো মূল্যে তাকে দেখতে মাঠে যেতে চাইছেন। তেমনই এক সমর্থক চেন্নাই সুপার কিংসের ম্যাচ দেখার জন্য ৬৪ হাজার রুপিতে টিকিট কিনেছিলেন। আর এটি করতে গিয়ে ৩ মেয়ের স্কুলের বেতন দিতে পারেননি!
এবারের আইপিএল যত এগোচ্ছে, প্রিয় ক্রিকেটার ধোনির খেলা দেখার আগ্রহ তত বাড়ছে চেন্নাইবাসীদের মধ্যে। এমনই এক ধোনিভক্ত চিপকে চেন্নাই সুপার কিংস-কলকাতা নাইট রাইডার্স ম্যাচ দেখতে এসেছিলেন। সহজ পথে না পেয়ে তিনি কালোবাজারে ম্যাচের টিকিট কিনেছিলেন। ধোনিকে দেখার জন্য ৬৪ হাজার রুপি খরচ করেছেন বলে দাবি তার। সব টাকা খরচ করে ফেলায় তিন মেয়ের স্কুলের বেতন দিতে পারেননি বলেও জানিয়েছেন।
সেই ধোনির ভক্ত বলেছেন, ‘কোনো ভাবেই টিকিট পাচ্ছিলাম না। বাধ্য হয়ে কালোবাজারে টিকিট কিনেছি। সব মিলিয়ে ৬৪ হাজার রুপি লেগেছে। মেয়েদের স্কুলের টাকা বাকি পড়ে গেছে। আসলে এক বার সামনে থেকে ধোনিকে দেখতে চেয়েছিলাম।’
তার বক্তব্যের ভিডিও ভাইরাল হয়েছে সামাজি যোগাযোগমাধ্যমে। ধোনির সেই ভক্ত অবশ্য একা চেন্নাই-কলকাতা খেলা দেখতে আসেননি। মেয়েদের নিয়েই খেলা দেখতে এসেছিলেন। তার এক মেয়ে বলেছে, ‘টিকিট পাওয়ার জন্য বাবাকে প্রচুর পরিশ্রম করতে হয়েছে। ধোনির খেলা দেখতে পেরে আমরা খুব খুশি।’
ধোনি এবারের আইপিএলে চেন্নাইকে নেতৃত্ব দিচ্ছেন না। প্রতিযোগিতা শুরুর আগে নেতৃত্ব ছেড়ে দেন। ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক খেলছেন সাধারণ ক্রিকেটার হিসেবে। ক্রিকেটজীবনের প্রায় শেষ প্রান্তে দাঁড়িয়ে থাকা উইকেটরক্ষক-ব্যাটারের জনপ্রিয়তা যেন প্রতিদিন বাড়ছে চেন্নাইয়ে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।