আন্তর্জাতিক ডেস্ক : লটারির টিকিট কেটে এফএএসটি৫ গ্রান্ড প্রাইজে প্রথম পুরস্কার পেয়েছেন। এই পুরস্কার হিসেবে প্রতি মাসে প্রায় ৭ লাখ ৩৫ হাজার টাকা বা ২৫ হাজার দিরহাম পাবেন বিজয়ী ওই ব্যক্তি। আগামী ২৫ বছর তিনি এই অর্থ পাবেন।
সম্প্রতি দুবাইয়ে এই পুরস্কার জিয়েছেন সংযুক্ত আরব আমিরাতের বসবাসরত ভারতীয় নাগরিক মোহম্মদ আদিল খান। গতকাল বৃহস্পতিবার এনডিটিভির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।
সংশ্লিষ্ট কর্মকর্তারা এক বিবৃতিতে জানায়, মোহাম্মদ আদিল খান লখনউয়ের একজন স্থপতি। তিনি কখনো কল্পনাও করেননি তার প্রথম কেনাকাটা তাঁকে গ্র্যান্ড প্রাইজের বিজয়ী করে তুলতে পারে। পুরস্কারের টাকা দিয়ে তিনি পরিবারের জন্য একটি বাড়ি কেনার কথা ভেবেছেন এবং বিনিয়োগের অন্যান্য মাধ্যমগুলোতে অর্থ বিনিয়োগ করার ইচ্ছা পোষন করেছেন৷
বিবৃতিতে আরও বলা হয়, একদিন সামিজক মাধ্যমে স্ক্রোল করার সময় একটি বিজ্ঞাপন দেখতে পান আদিল খান। এরপর তিনি লটারির টিকিট কেনার সিদ্ধান্ত নেন।
২০১৮ সালে সৌদি আরব থেকে দুবাই যান আদিল। এ বিষয়ে জানতে চাইলে আদিল বলেন, ‘এই প্রথম আমি কোনো র্যাফেল ড্র এর টিকিট কিনেছি। সামাজিক মাধ্যমে আমি এমিরেটস ড্রয়ের একটি বিজ্ঞাপন দেখতে পাই। এরপর আশা নিয়ে পরের সপ্তাহে একটি টিকিট কিনি।’
পুরস্কার বিজয়ী ভারতীয় এই নাগরিক বলেন, ‘প্রতি মাসে আমার ব্যাংক অ্যাকাউন্টে সাত লাখ ৩৫ হাজার টাকা পাওয়ার চিন্তা একদম অবিশ্বাস্যের চেয়ে কম কিছু নয়। আমি কখনো কল্পনাও করিনি যে, আমার প্রথম এই টিকিট কেনার বিষয়টি আমাকে প্রথম এফএএসটি৫ গ্র্যান্ড প্রাইজ বিজয়ী করে তুলবে। ২৫ বছর ধরে আমার ব্যাংক অ্যাকাউন্টে প্রতি মাসে প্রায় সাড়ে ৭ লাখ টাকা পাওয়ার চিন্তা অবিশ্বাস্য।’
তিনি আরও জানান, প্রথমবারের মতো গ্র্যান্ড প্রাইজের মতো বড় কিছু জিতেছেন তিনি। এটি তাকে ভালো বিনিয়োগের সিদ্ধান্ত নিতে সহায়তা করবে জানান তিনি।
এই বড় পুরস্কার প্রাপ্তিতে আনন্দ প্রকাশ করে আদিল জানান, এখন এই অর্থ দিয়ে তিনি পরিবারকে নিয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করার স্বপ্ন পূরণ করতে পারবেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।