আন্তর্জাতিক ডেস্ক : মাত্র ১৬ মাসের ব্যবধানে লটারিতে দুই কোটি ডলার পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনের বাসিন্দা ওয়েন মুরে। চলতি মাসেই একটি ‘স্ক্র্যাচ-অব লটারি’ টিকিট থেকে এক কোটি ডলার জিতেছেন তিনি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, ব্রুকলিনের অ্যাভিনিউ এইচ অ্যান্ড এ গ্যাস অ্যান্ড কনভেনিয়েন্স নামক একটি দোকান থেকে ২০০ গুণ স্ক্র্যাচ-অব টিকিট কিনে এর সর্বোচ্চ পুরস্কার ১ কোটি ডলার পেয়েছেন মুরে।
তিনি এর আগে ২০২২ সালে একই দোকান থেকে একটি কালো টাইটানিয়াম স্ক্র্যাচ-অব টিকিট কিনেছিলেন। সেসময়ও তিনি ১ কোটি ডলার পুরস্কার পান।
বিভিন্ন খাতে টাকা কাটার পর ১ কোটির মধ্যে ৬১ লাখ ২২ হাজার ৪০০ ডলার বাসায় নিয়ে যেতে পেরেছেন মুরে।
এর আগে লটারি জিতে ওয়েন মুরে জানিয়েছিলেন, লটারি জিতে তিনি খুব আনন্দিত। তবে দ্বিতীয়বার লটারি জেতার পর এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি তার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।