রেস্তোরাঁয় খেয়ে বিল পরিশোধ না করে হার্ট অ্যাটাকের নাটক করতেন তিনি

হার্ট অ্যাটাকের নাটক

অন্যরকম খবর ডেস্ক : বিভিন্ন রেস্তোরাঁয় গিয়ে রাতের খাবার খেতেন। এরপর বিল পরিশোধের আগে করেন হার্ট অ্যাটাকের ভান। এভাবে বিল না দিয়ে অন্তত ২০টি রেস্তোরাঁয় খাবার খেয়েছেন তিনি। স্পেনের ব্লাঙ্কা অঞ্চলে এমন এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

হার্ট অ্যাটাকের নাটক

ওই ব্যক্তির আনুমানিক বয়স ৫০ বছর। এমন কর্মকাণ্ড থেকে সতর্ক থাকতে ওই ব্যক্তির ছবি রেস্তোঁরাগুলোতে দেওয়া হয়েছে।

দেশটির স্থানীয় পত্রিকা ডেইলি লাউডে এমন এ খবর জানানো হয়েছে।

স্থানীয় রেস্তোঁরাগুলোর বরাত দিয়ে পুলিশ জানায়, ওই ব্যক্তি ২০টিরও বেশি রেস্তোরাঁর এ ধরনের ঘটনা ঘটিয়েছেন। গত মাসে একটি রেস্তোরাঁর খাবারের পর কর্মীরা ৩৭ ডলার বিল নিয়ে আসেন। বিল দিয়ে কর্মীরা চলে গেলে ওই ব্যক্তি সেখান থেকে সটকে পড়ার চেষ্টা করেন। সে সময় তাঁকে আটকানো হয় এবং তাৎক্ষণিক বিল পরিশোধ করতে বলা হয়। তখন তিনি দাবি করেন, হোটেলের কক্ষ থেকে টাকা আনতে যাচ্ছিলেন, কিন্তু কর্মীরা তাঁকে যেতে দেননি। এ সময় হার্ট অ্যাটাকের ভান করতে শুরু করেন এবং রেস্তোরাঁর কর্মীদের একটি অ্যাম্বুলেন্স ডাকতে বলেন। কিন্তু তারা তা না করে পুলিশকে ডাকেন। এরপর পুলিশ এসে ওই ব্যক্তিকে চেনার পর তাঁকে গ্রেপ্তার করে।

খাবারের বিল দেওয়ার ভয়ে বান্ধবীকে রেস্তোরাঁয় রেখে পালালেন তরুণখাবারের বিল দেওয়ার ভয়ে বান্ধবীকে রেস্তোরাঁয় রেখে পালালেন তরুণ
এর আগে একটি রেস্তোরাঁর একই ঘটনা ঘটনা। সে সময় ওই রেস্তোরাঁর ম্যানেজার গণমাধ্যমকে বলেন, ‘এটি খুব নাটকীয় ঘটনা ছিল। অভিযুক্ত ব্যক্তি অজ্ঞান হওয়ার ভান করেছিলেন এবং মেঝেতে পড়ে যান। এ ঘটনার পর আমরা তার ছবি আশপাশের সমস্ত রেস্তোরাঁয় পাঠিয়েছি যাতে অন্য সবাই তার থেকে সাবধান থাকেন।’

রাজধানীর গাড়িচালকরা চোখের সমস্যায় ভুগছেন

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই জানায়, ওই ব্যক্তির পরনে ছিল লম্বা ধূসর প্যান্ট, একটি পোলো শার্ট, ট্রেকিং জুতা এবং সুপরিচিত ব্র্যান্ডের একটি জ্যাকেট। ২০২২ সালের নভেম্বর থেকে তিনি শহরে বসবাস করে আসছেন।