Headless WordPress system কি? এর সুবিধা ও অসুবিধা সম্পর্কে জেনে নিন

Headless WordPress

যখন ওয়ার্ডপ্রেস ব্যবস্থায় ম্যানেজমেন্ট অংশ ও সামনের অংশ যা দর্শক সাইটে দেখতে পায়, ২টি ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয় তখন তাকে Headless WordPress system বলে। ম্যানেজমেন্ট অংশের কোডিং এক সার্ভার এ থাকে ও সাইটের সামনের অংশ অন্য সার্ভারে থাকে। এই আর্টিকেল এ Headless WordPress সম্পর্কে পরিষ্কার ধারণা দেওয়া হবে।

ট্র্যাডিশনাল WordPress এর মতো এখানে PHP এর আধিপত্য থাকছে না। তবে ডেভেলপারকে React.js or Node.js সম্পর্কে বিস্তারিত ধারণা রাখতে হবে। ডেভেলপিং এর আধুনিক প্রযুক্তি সম্পর্কে যেসব তরুনদের আগ্রহ ও শেখার ইচ্ছা আছে তাদের জন্য Headless WordPress প্রোগ্রামিং ভাষা শেখার দারুন সুযোগ করে দিয়েছে।

Headless WordPress

যখন আপনার একটি উচ্চ ট্রাফিকসম্পন্ন ওয়েবসাইট রয়েছে তখন Headless WordPress ব্যবহার করলে সুবিধা পাবেন। লক্ষ লক্ষ মানুষ নিয়মিত আপনার সাইটে প্রবেশ করছে এ ধরনের পরিস্থিতি হলে এ সিস্টেম সবথেকে উপযুক্ত। একই সাথে হেডলেস সিস্টেম ট্র্যাডিশনাল ওয়ার্ডপ্রেস থেকে ব্যয়বহুল।

বড় ব্যবসা-বাণিজ্য পরিচালনার জন্য সাইটে কোয়ালিটিসম্পন্ন কন্টেন্ট এর প্রয়োজন ও ঐ সাইট যেনো দ্রুতগতির হয় সেটাও নিশ্চিত করতে হবে। এ ধরনের গুরুত্ব বহন করলে তখন Headless WordPress থেকে সুবিধা আদায় করতে পারবেন। তবে ছোট-খাটো ব্যবসার ক্ষেত্রে হেডলেস ব্যবহার না করে ট্র্যাডিশনাল সিস্টেম ব্যবহার করাই উপযুক্ত হবে।

হেডলেস এর সুবিধা হচ্ছে সাইটের গতি বৃদ্ধি পাবে, নিরাপত্তা ব্যবস্থা উন্নত হবে, সব ধরনের কন্টেন্ট সিকুয়েন্স বজায় রেখে গুছালো থাকবে। হেডলেস ওয়ার্ডপ্রেস caching এর উপর নির্ভর করে না। যদি সাইটে অনেক বেশি পেজ থাকে ও প্রচুর কন্টেন্ট থাকে তখন এ ফিচার উপকারী হয়ে উঠে।

হেডলেস সাইট আপনাকে সবসময় সর্বশেষ ডাটা উপস্থাপন করবে। caching ব্যবস্থা হলে ঝুঁকি থেকে যায় যে আপনি সর্বশেষ ডাটা নাও পেতে পারেন। এ ব্যবস্থার কিচু অসুবিধাও আছে। আপনাকে দক্ষ ডেভেলপারদের ওপর নির্ভর করা বাদে উপায় থাকবে না। কোডিং এর উপর বহুলাংশে নির্ভরশীল বিধায় নিয়মিত ম্যানেজমেন্ট এর প্রয়োজন হবে। এর ফলে এটি ব্যয়বহুল হতে যাচ্ছে। অনেক বেশি ডেভেলপমেন্ট রিসোর্সের প্রয়োজন হবে। এই রিসোর্স ব্যতীত আপনি পুরো পারফরম্যান্স পাবেন না।

এটি সম্পূর্ণরূপে SEO অপটিমাইজড নাও  হতে পারে। তবে তা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বর্তমানে ওয়ার্ডপ্রেসে প্লাগইন ইনস্টল করে SEO সম্পর্কিত অনেক কাজ করা হয়। তবে হেডলেস ব্যবস্থায় এতো সুবিধা পাওয়া যাবে না। ডেভেলপারদের নিজেই SEO সমস্যার সমাধান করতে হবে। আপনার উচিত হবে SEO এর কাজের জন্য টেকনিকাল টিমের উপর বিনিয়োগ করা। SEO সম্পর্কিত সব সমস্যার সমাধান হেডলেস এ সম্ভব।

যতক্ষণ পর্যন্ত টেকনিকাল টিম সব ঠিকমতো সেটাপ করবে আপনি কোন সমস্যার সম্মুখীন হবেন না। হেডলেস সিস্টেম এ আপনাকে দক্ষ ডেভেলপারদের উপর নির্ভর করতেই হবে।

যেহেতু এটি বেশ জটিল প্রযুক্তি কাজেই আপনার ব্যবসার লক্ষ্য ও উদ্দেশ্য বুঝেই তা ব্যবহার করা উচিত। সাধারণ blog site হলে এটি অপ্রয়োজনীয়। হেডলেস ওয়ার্ডপ্রেস এর সব সুবিধা ও অসুবিধা জেনেই এরপর আপনার চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত।