সাইফুল ইসলাম : আগামী ১২ অক্টোবর থেকে সারাদেশে শুরু হচ্ছে টাইফয়েড টিকাদান কর্মসূচি। এই কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রতি কর্ণপাত না করার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার সকাল ১১টায় মানিকগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রতিনিধি ডা. ইশিতা ফারহা, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. প্রমিতি সরকার, ডা. রতন পারভেজ, ডা. আয়েশা আক্তার,সহ অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা।
ডা. ইশিতা ফারহা বলেন, “টাইফয়েড টিকা নিয়ে কিছু গুজব ছড়ানো হচ্ছে—যেমন টিকাটি হালাল কি না, এটি প্রজনন ক্ষমতা কমিয়ে দেয় কি না—এসব দাবি সম্পূর্ণ ভিত্তিহীন ও বৈজ্ঞানিকভাবে ভুল।”
তিনি জানান, এই টিকা জামিয়াত উলামা-ই-হিন্দ হালাল ট্রাস্ট এবং সৌদি হালাল সেন্টার কর্তৃক হালাল সার্টিফাইড। এটি প্রজনন ক্ষমতায় কোনো প্রভাব ফেলে না এবং কোনো স্বাস্থ্যঝুঁকিও তৈরি করে না।
সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থার ২০১৯ সালের তথ্যমতে, বিশ্বে প্রতিবছর প্রায় ৯০ লাখ মানুষ টাইফয়েডে আক্রান্ত হন এবং ১ লাখ ১০ হাজার মানুষ মারা যান। ‘দ্য গ্লোবাল বার্ডেন অব ডিজিজ’-এর ২০২১ সালের জরিপ অনুযায়ী, বাংলাদেশে ওই বছর ৪ লাখ ৭৮ হাজার মানুষ টাইফয়েডে আক্রান্ত হয়েছিলেন, যার মধ্যে ৮ হাজারের মৃত্যু হয়েছে। আক্রান্তদের ৬৮ শতাংশই শিশু।
এই প্রেক্ষাপটে সরকার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের টিকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
🔹 ১২ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত দেশের সব বিদ্যালয়ে টিকাদান কার্যক্রম চলবে।
🔹 বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম শেষে ১ থেকে ১৩ নভেম্বর পর্যন্ত টিকা দেওয়া হবে বিভিন্ন ইপিআই কেন্দ্র ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে।
স্থানীয়ভাবে মাইকিংয়ের মাধ্যমে টিকাদান কেন্দ্র ও সময় জানানো হবে।
তবে কিছু ক্ষেত্রে টিকা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে—
যাদের জ্বর ১০০ ডিগ্রি ফারেনহাইটের বেশি, পূর্বে টিকা নেওয়ার পর অ্যালার্জি প্রতিক্রিয়া হয়েছে, টিকা নেওয়ার দিন অসুস্থ বোধ করছেন, অথবা গর্ভবতী ও দুগ্ধদানকারী মা, তারা আপাতত টিকা নিতে পারবেন না।
টিকা নিতে হলে www.vaxepi.gov.bd ওয়েবসাইটে জন্মনিবন্ধন নম্বর ব্যবহার করে অনলাইনে নিবন্ধন করতে হবে এবং সেখান থেকে টিকাদান কার্ড ডাউনলোড করে সঙ্গে আনতে হবে। যাদের জন্মনিবন্ধন সনদ নেই বা ১৫ বছরের বেশি বয়স হলেও অষ্টম-নবম শ্রেণির শিক্ষার্থী, তারা স্থানীয় স্বাস্থ্যকর্মীর হাতে পূরণকৃত ফরমের মাধ্যমে টিকা নিতে পারবেন।
টাইফয়েড জ্বরের সাধারণ উপসর্গ হলো— উচ্চ জ্বর, মাথাব্যথা, ক্ষুধামন্দা, বমি, শরীর ব্যথা, কাশি ও পেটব্যথা। সাধারণত এটি ৭ থেকে ১৪ দিন স্থায়ী হয়, তবে কিছু ক্ষেত্রে সময় আরও বেশি হতে পারে।
এই টিকাদান কর্মসূচি ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় সম্পূর্ণ বিনামূল্যে পরিচালিত হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।