বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বিটসের নতুন মডেল ‘পাওয়ারবিটস প্রো টু’ উন্মোচন করেছে টেক জায়ান্ট অ্যাপল। ডিভাইসটি এখন পর্যন্ত নিজেদের সবচেয়ে উন্নত ইয়ারবাডস বলে দাবি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানটির। নতুন এই ইয়ারবাডসের দাম নির্ধারণ করা হয়েছে প্রায় ২৫০ ডলার এবং এটি চারটি ভিন্ন রঙে বাজারে এসেছে। খবর গিজমোচায়না।
পাওয়ারবিটস প্রো টুর অন্যতম আকর্ষণীয় ফিচার হলো বিল্ট-ইন হার্ট রেট মনিটর, যা প্রথমবারের মতো কোনো বিটস ইয়ারবাডে যুক্ত করা হয়েছে। এ ফিচার ইয়ারবাডটিকে একটি ফিটনেস ডিভাইসে পরিণত করেছে।
অ্যাপল বলছে, এতে রয়েছে অ্যাপলের এইচ২ চিপ, যা উন্নত অ্যাকটিভ নয়েস ক্যানসেলেশন (এএনসি) ও অ্যাডাপ্টিভ ইকিউ প্রযুক্তি সরবরাহ করে। ফলে ব্যবহারকারী আরো নিমগ্ন (ইমার্সিভ) অডিও অভিজ্ঞতা উপভোগ করতে পারবে।
আরো সুবিধার জন্য এতে ওয়্যারলেস চার্জিং সাপোর্ট যুক্ত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।