আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের হাতায় ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল দুই মাস বয়সী এক শিশু। প্রায় ১২৮ ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়। তাতেই আবেগাপ্লুত হয়ে পড়েছিলেন উদ্ধারকর্মীরা। তবে এর কিছুক্ষণ পর সেই শিশু যে মনভোলানো হাসি দেয় তাতে শুধু উদ্ধারকর্মীরা নয়, মাত হয়েছে পুরো বিশ্ব।
জানা গেছে, যখন শিশুটিকে উদ্ধার করা হয়েছিল, তখন তার হাতে মুখে ছিল ধুলোবালিতে মাখামাখি। তাকে উদ্ধার করে দ্রুত কিছু খাওয়ানো হয়। এর পরপরই খিলখিল করে হেসে ওঠে শিশুটি। তার এই হাসির ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। ১২৮ ঘণ্টা আটকে থাকার পর অলৌকিকভাবে উদ্ধার পাওয়া শিশুর এ নিষ্পাপ হাসিতে মুগ্ধ সবাই।
আমেরিকান থিঙ্কট্যাঙ্ক হাডসন ইনস্টিটিউটের মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তা কেন্দ্রের পরিচালক মাইকেল ডোরান পরিচালিত ‘ডোরানিমেটেড’ নামের টুইটার অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এ ভিডিওটি কিছুক্ষণের মধ্যেই দেখে ফেলেন ২০ লাখ মানুষ।
‘দিনের নায়ক’ ক্যাপশন দেওয়া এ ভিডিওটি শেয়ারও হয়েছে অজস্রবার। ভিডিওর নিচে আরও লেখা হয়, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সুস্বাদু মধ্যাহ্নভোজনের পর তিনি সন্তুষ্ট। এ পোস্টটিতে মন্তব্য করেছেন অনেকে। অনেকে তার সুস্বাস্থ্যের জন্য মহান প্রভুর কাছে প্রার্থনা করেছেন। অনেকে আল্লাহর শুকরিয়া আদায় করেছেন।
গত ৬ ফেব্রুয়ারি ভয়াবহ এক ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও সিরিয়া। তারপর শতাধিক ‘আফটার শক’-এ কেঁপেছে দু’দেশ। ভূমিকম্পে উভয় দেশের মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে ৩৬ হাজার। হাজার হাজার মানুষ এখনো নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা থাকছেই। জাতিসংঘের আশঙ্কা, মৃতের সংখ্যা ৫০ হাজার পেরিয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) জানায়, এই ভূমিকম্পের কারণে অন্তত আড়াই কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।