Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home হঠাৎ করে আলু, পিয়াজ ও চিনির বাজারে উত্তাপ
    অর্থনীতি-ব্যবসা

    হঠাৎ করে আলু, পিয়াজ ও চিনির বাজারে উত্তাপ

    Saiful IslamMay 4, 20233 Mins Read
    Advertisement

    জুমবাংলা ডেস্ক : ঈদের পর নতুন করে উত্তাপ ছড়িয়েছে আলু, পিয়াজ ও চিনির বাজারে। কেজিতে দাম বেড়েছে ১৫ থেকে ২০ টাকা। বিক্রেতারা বরাবরের মতো সরবরাহ সংকটকে দায়ী করলেও ক্রেতাদের অভিযোগ, সরকারের নজরদারি না থাকায় সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। তারাই সিন্ডিকেট করে দাম বৃদ্ধি করছেন। বিশ্লেষকরা বলছেন, এই মুহূর্তে এসব পণ্যের দাম বৃদ্ধির কোনো যৌক্তিকতা নেই।

    potato_onion

    পাইকারি বাজারে ক’দিন আগেই যেখানে আলুর দাম ছিল ২৫ থেকে ৩০ টাকা আর পিয়াজের দাম ছিল ৩৫ থেকে ৪০ টাকা সেখানে এখন আলু ৩৫ থেকে ৪০ টাকা এবং পিয়াজ ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। আর খুচরা বাজারে এর দর যেন লাগামহীন। অন্যদিকে ১০ দিনের ব্যবধানে খোলা চিনির দাম কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকা। যেখানে ঈদের আগে বাজারে প্রতি কেজি খোলা চিনির দাম ছিল সর্বোচ্চ ১২৫ টাকা। ওদিকে খোলা চিনি কিছুটা পাওয়া গেলেও প্যাকেটজাত চিনি মিলছে না বাজারে।

    নতুন করে নিত্যপণ্যের বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বাজারের হিসাব মিলাতে পারছেন না তারা।

    খুচরা বিক্রেতারা বলছেন, সরবরাহ সংকটের কারণে বাজারে এই অস্থিরতা তৈরি হয়েছে। তবে মিল মালিকরা বলছেন, দেশে চিনির কোনো সংকট নেই। আন্তর্জাতিক বাজারে দাম বেশি হওয়ায় দাম বাড়তি বলে জানান তারা।

       

    মঙ্গলবার বাণিজ্য মন্ত্রণালয়কে একটি চিঠি দিয়েছিল বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশন। চিঠিতে মিল মালিকরা উল্লেখ করেন, আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যাওয়ায় চিনি আমদানি নিয়ে তারা সিদ্ধান্তহীনতায় ভুগছেন তারা। এমন প্রেক্ষাপটে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়। এ সময় বেশ কয়েকটি দোকানে চিনি নেই বলে জানান বিক্রেতারা। তারা জানান, চিনির সরবরাহ না থাকায় তারা চিনি বিক্রি করছেন না। যেসব দোকানে চিনি বিক্রি হচ্ছে, তারা ঈদের আগে এসব চিনি কিনেছিলেন। বর্তমানে দু-একজন বিক্রেতা চিনি পেলেও অধিকাংশ বিক্রেতা তাদের চাহিদা অনুযায়ী পাচ্ছেন না।

    তবে মিল থেকে চিনির সরবরাহ স্বাভাবিক রয়েছে বলে দাবি বাংলাদেশ সুগার রিফাইনার্স এসোসিয়েশনের। সংগঠনটির মহাসচিব ও দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক গোলাম রহমান বলেন, আন্তর্জাতিক বাজারে চিনির দামে অস্থিরতা বিরাজ করছে। আমরা বিষয়টি বাণিজ্য মন্ত্রণালয়কে চিঠির মাধ্যমে জানিয়েছি। বাণিজ্য মন্ত্রণালয়ে দেয়া সংগঠনটির ওই চিঠিতে বলা হয়, আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন অপরিশোধিত চিনির দাম ৬৭৫ ডলার। অথচ এক মাস আগেও তা ছিল ৫২০ ডলার। এই বাস্তবতায় চিনি আমদানির ঋণপত্র খুলতে ভয়ে আছেন ব্যবসায়ীরা। কারণ, বর্তমান দামে চিনি আমদানি করলে তাতে প্রতি কেজিতে সব মিলিয়ে খরচ পড়বে ১৩১ টাকা।

    ওদিকে সরবরাহ সংকটের কারণেই আলু ও পিয়াজের দামও বেড়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে খুচরা ব্যবসায়ীদের কেউ কেউ বলছেন, বড় ব্যবসায়ীরা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দাম বৃদ্ধি করছেন। রাজধানীর শুক্রাবাদ কাঁচাবাজারের ব্যবসায়ী সোহেল হোসেন বলেন, দাম বৃদ্ধি করেন বড় ব্যবসায়ীরা। এখানে আমাদের কিছু করার নেই। কয়েকটি বাজার ঘুরে দেখা যায়, আলু ৩৫ থেকে ৪০ টাকা এবং পিয়াজ ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি করছেন ব্যবসায়ীরা।

    বাজারে কথা হয় বেশ কয়েকজন ক্রেতার সঙ্গে। এরমধ্যে অনেকেই ক্ষোভ জানান ব্যবসায়ীদের উপরে। তারা বলেন, সবকিছুই চলে গেছে সিন্ডিকেটের আন্ডারে। ব্যবসায়ীরা ইচ্ছেমতো সবকিছুর দাম বাড়ান। সরকারের কোনো নজরদারি না থাকায় অসাধু ব্যবসায়ীরা সুযোগ নিচ্ছে বলে মনে করেন ক্রেতারা।

    ক্রেতাদের এই অভিযোগের বিষয়ে একমত হয়ে কনজ্যুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)- এর সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ভূঁইয়া বলেন, এখন বাজারে এসব পণ্যের মূল্য বৃদ্ধি করা যৌক্তিক কোনো কারণ নেই। বাজারে পণ্যের সরবরহে ঘাটতি নেই। বিশ্ববাজারেও এখন পণ্যের দাম বাড়েনি। শুধু কিছু অসাধু ব্যবসায়ীরা কারসাজি করে দাম বাড়াচ্ছেন। এদেরকে আইনের আওতায় আনা দরকার। একইসঙ্গে কঠোরভাবে বাজার মনিটরিং করা দরকার।

    খোলা চিনি বিক্রি হচ্ছে ১৪০ টাকায়

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    অর্থনীতি-ব্যবসা আলু উত্তাপ করে চিনির পিঁয়াজ বাজারে হঠাৎ
    Related Posts
    স্বর্ণের দাম

    স্বর্ণের দামে রেকর্ড! আজ থেকে বিক্রি হচ্ছে নতুন মূল্যে

    October 2, 2025
    মেয়েদের হাতে সোনা

    রেকর্ড মূল্যের সোনার বাজার, আজ যে দামে বিক্রি

    October 1, 2025

    ব্যাংক ও আন্তর্জাতিক এমটিও পার্টনারদের নিয়ে বিকাশের কর্মশালা অনুষ্ঠিত

    September 30, 2025
    সর্বশেষ খবর
    দুর্গা উৎসবে সিঁদুর খেলা

    দুর্গা উৎসবে সিঁদুর খেলায় মাতলেন নারীরা

    ঘূর্ণিঝড় শক্তি

    বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ‘শক্তি’ সৃষ্টি

    তেজস্বী

    বিছানায় তেজস্বীর পছন্দের পজিশনের কথা জানালেন

    Notting Hill

    Notting Hill : হাস্যরস আর প্রেমের সংমিশ্রণে মন ভালো করা গল্প

    Teknaf

    পাচারের জন্য পাহাড়ে আটকে রাখা ২১ জনকে উদ্ধার

    অভিনেত্রী জয়া আহসান

    দুই বাংলার পূজার পার্থক্য নিয়ে যা বললেন জনপ্রিয় অভিনেত্রী জয়া

    ইলিশ ধরা

    ৪ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা

    প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলে

    বিশ্বখ্যাত প্রাণিবিজ্ঞানী ড. জেন গুডলের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

    বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

    গাজামুখী ফ্লোটিলায় বাংলাদেশি বংশোদ্ভূত রুহি লোরেন

    ai tool

    আপনার কাজের গতিকে ১০০ গুণ বাড়িয়ে নিতে বেছে নিন সেরা ৫০টি AI টুল

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.