বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত কণ্ঠশিল্পী হৈমন্তি শুক্লার নতুন বাংলা গান আসছে। দীর্ঘদিন পর বরেণ্য এই কণ্ঠশিল্পীর কোনো নতুন গান প্রকাশ পাচ্ছে। গানের কথাগুলো এমন ‘চাইনা কিছু তুমি ছাড়া কেন বোঝ না, একলা মনে শুধু তুুমি আর কিছু না।’
দুই বাংলার গীতিকবি ও সুরকারের সমন্বয়ে এই গানটি তৈরি হচ্ছে। বাংলাদেশের গীতিকবি ডা. সাবরিনা রুবিনের লেখা ও আয়োজনে একটি রোমান্টিক গানে কণ্ঠ দিলেন হৈমন্তি শুক্লা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন দেব গৌতম।
গানটি প্রসঙ্গে গীতিকবি সাবরিনা রুবিন বলেন,‘দীর্ঘদিন ধরেই গানের সাথে সম্পৃক্ত আছি। কাব্যচর্চার পাশাপাশি গান নিয়ে কাজ করে যাচ্ছি। আমার প্রিয় শিল্পীর তালিকায় হৈমন্তি শুক্লা একজন। তার কণ্ঠে আমার গান যাবে, এমন একটি বিষয় যখন চূড়ান্ত হলো, তখন থেকেই তাকে ভেবেই গানটি লিখলাম। সুরের জন্য সুরকার দেব গৌতমকে পাঠালাম। এরপর দিদির সাথে গান নিয়ে কথা হয় অনেকক্ষণ। গানটি ভয়েস দেবার পর একটি শুভেচ্ছা বার্তায় গানটি নিয়ে এমন চমত্কার কিছু কথা বলেন শুক্লাদিদি। তার কথাগুলো সত্যিই আমাকে অনুপ্রাণিত করেছে। তার গায়কী ও শিল্পীসত্তা নিয়ে কিছু বলাটা আমার ধৃষ্টতা। শুধু এটুকু বলব—এসব শিল্পী যখন কণ্ঠ দেন, তখন যেন গীতিকাব্যগুলোয় নতুন প্রাণের সঞ্চার হয়।’
কণ্ঠশিল্পী হৈমন্তি শুক্লা এক ভিডিও বার্তায় বলেন, ‘দেব গৌতমের কথা অনেক শুনেছি। সাবরিনার লেখা এই গানটিতে সত্যিই অদ্ভুত এক দ্যোতনা অনুভব করেছি। নতুন গান যখনই গাই নিজের ভেতরে এক দারুণ আরামবোধ করি। আর অনেকদিন পর বাংলাদেশে আমার বাংলা গান প্রকাশ পাবে, এটা ভেবে ভালো লাগছে। বাংলাদেশের সিনেমাতেও অনেক গান করেছি। অনেকদিন পর এমন একটি আধুনিক গানের কাজ করলাম।’ হৈমন্তি শুক্লার এই গানটি দুই বাংলার ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে মুক্তির পাশাপাশি আই টিউনস, স্পটিফাইতে পাওয়া যাবে আগামী মাস থেকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।