জুমবাংলা ডেস্ক : নওগাঁ জেলার মান্দা উপজেলায় মা-বাবার ইচ্ছে পূরণ করার জন্য হেলিকপ্টারে চড়ে বিয়ে করেছেন সবুজ মিয়া। ছোটবেলা থেকেই তার বাবা-মা তাকে হেলিকপ্টারে চড়ে বিয়ের কথা বলে আসছেন। সেই ইচ্ছে পূরণের কথা দিয়েছিলেন সবুজ।
আর তাই মা-বাবাকে সাথে নিয়েই অবশেষে হেলিকপ্টরে চড়ে বিয়ে সম্পন্ন করছেন তিনি। সেটাও কিনা বাড়ি থেকে মাত্র ৫ কিলোমিটার দূরত্বে। শনিবার (২ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার মান্দা সদর ইউনিয়নে এ ঘটনা ঘটে।
বর সবুজ মিয়ার বাড়ি নওগাঁ জেলার মান্দা উপজেলার মেরুল্লা গ্রামে। তিনি ওই গ্রামের আনিসুর রহমানের ছেলে। বিবিএ সম্পন্ন করে একটি বেসরকারি কোম্পানির এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন সবুজ। সবুজ জানান, ছোটবেলা থেকেই তার বাবা-মা তাকে হেলিকপ্টারে চড়ে বিয়ের কথা বলে আসছেন। সেই ইচ্ছে পূরণে তিনিও কথা দিয়েছিলেন। মা-বাবাকে দেওয়া কথা অনুযায়ী আজ শনিবার দুপুরে মেয়ের বাড়িতে হেলিকপ্টারে চড়ে হাজির হন তিনি। এতে কিছু টাকা খরচ হলেও মা-বাবার ইচ্ছে পূরণ করতে পেরে আমি খুবই খুশি।
কনে তমা জানান, তার বাড়ি থেকে ছেলের বাড়ির দূরত্ব মাত্র ৫ কিলোমিটার। অল্প দূরত্ব হওয়ায় আকাশপথে একটু ঘুরে-ফিরে শ্বশুরবাড়িতে যাবেন তিনি। এটি তার জীবনের অন্যরকম অনুভূতি, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। কনে তমা আক্তারের বাড়ি পার্শ্ববর্তী মহাদেবপুর উপজেলার বিনোদপুর গ্রামে। দুপুরের দিকে হঠাৎ করেই হেলিকপ্টরের শব্দ শুনে সেখানে জড়ো হতে শুরু করে উৎসুক জনতা।
বরের বাবা আনিছুর রহমান বলেন, পরিবারের ইচ্ছে ছিল ছেলেকে হেলিকপ্টারে করে বিয়ে করানোর। সে ইচ্ছে পূরণে ২ লাখ ৪০ হাজার টাকা খরচ করে হেলিকপ্টার ভাড়া করা হয়। এ ব্যাপারে মান্দা থানার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান বলেন, একটি বিয়ের জন্য মান্দা এস.সি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে হেলিকপ্টার ল্যান্ড করা হবে, এমন একটি আবেদন আমরা পেয়েছি। আর সে মোতাবেক আমরা পদক্ষেপ গ্রহণ করেছি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।