বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : বর্তমান ডিজিটাল যুগে যাতায়াতের সুবিধার্থে অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশে ভাড়া পাওয়া যায় প্রাইভেট কার, মোটরসাইকেল কিংবা সিএনজিচালিত অটোরিকশা। তবে এবার অ্যাপের মাধ্যমে হেলিকপ্টার ভাড়া করার সুযোগ মিলছে।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে জানা যায়, দক্ষিণ কোরিয়ার একটি বেসামরিক বিমান চলাচল প্রতিষ্ঠান আকর্ষণীয় এই ঘোষণা দিয়েছে। মোভিয়েশন ভোনায়ের নামের প্রতিষ্ঠানটি একটি অ্যাপ চালু করেছে যার মাধ্যমে ভাড়ায় মিলবে হেলিকপ্টার। প্রাথমিকভাবে সিউলের গ্যাংনাম এলাকা থেকে বিমানবন্দর পর্যন্ত এই হেলিকপ্টার সেবা চালু করা হচ্ছে।
হেলিকপ্টার সেবার কল্যাণে যাত্রীদের সময় বাঁচবে। সড়কপথে যেতে লাগে প্রায় দুই ঘণ্টা, সেখানে হেলিকপ্টারে সময় লাগবে মাত্র ২০ মিনিট।
মোভিয়েশন ভোনায়েরের এক কর্মকর্তা জানান, আপাতত এক ঘণ্টা পরপর হেলিকপ্টার সেবা দেওয়া হবে। এতে একবার যাওয়ায় খরচ পড়বে ৪ লাখ ৪০ হাজার ওন বা ৩২০ ডলার।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শিন মিন জানান, গত সোমবার তাদের পরীক্ষামূলক সেবা চালু হয়েছে। পরবর্তীতে দেশজুড়ে এই হেলিকপ্টার সেবা চালু করা হবে। সিউল থেকে দক্ষিণাঞ্চলীয় বুসানে যেতে ১ কোটি ৮০ লাখ ওন বা ১৩ হাজার ডলার খরচ পড়তে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।