এক অভিনেত্রীকে যৌন হয়রানি, প্রতারণা ও অপরাধমূলক ভয় দেখানোর মামলায় বেঙ্গালুরুতে নির্মাতা, প্রযোজক ও অভিনেতা বিআই হেমন্ত কুমারকে গ্রেপ্তার করেছে রাজাজিনগর পুলিশ। বর্তমানে তদন্ত চলমান থাকায় বিচারবিভাগীয় কারাগারে রাখা হয়েছে অভিনেতাকে।
মঙ্গলবার (৭ অক্টোবর) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে জানা গেছে, অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন তিনি। তখন অভিনেত্রীকে ‘থ্রি’ নামের একটি সিনেমায় প্রধান চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেন এবং পারিশ্রমিক হিসেবে দুই লাখ টাকা দেয়ার প্রতিশ্রুতি দেন। এরপর ওই অভিনেত্রীর সঙ্গে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তির সময় ৬০ হাজার টাকা অগ্রিমও দেয়া হয় অভিনেত্রীকে।
এ ঘটনায় ভুক্তভোগী অভিনেত্রী অভিযোগ করেছেন, অভিনেতা হেমন্ত শুটিং বেশ বিলম্ব করেছিলেন এবং তাকে খোলামেলা পোশাক পরতে ও অশ্লীল দৃশ্য করতে জোর করেন এবং হয়রানি শুরু করেন। শুটিংয়ের সময় তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে। এসব যখন মেনে নিতে অস্বীকৃতি জানিয়েছেন অভিনেত্রী, তখন তাকে হুমকি দেয়া হয়েছে। ফিল্ম চেম্বারের মধ্যস্থতায় শুটিং শেষ করার পরও তাকে হয়রানি ও ভয় দেখানো অব্যাহত রাখেন হেমন্ত।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, ২০২৩ সালে মুম্বাইয়ে একটি প্রোমোশনাল অনুষ্ঠানে তার পানীয়তে মদ মিশিয়ে ছিলেন হেমন্ত। তারপর মদ্যপ অবস্থায় ছবি তুলেন ও ভিডিও করেন। যা পরবর্তীতে ব্যবহার করে ব্ল্যাকমেইল করেন অভিনেতা। এসব কাজে অস্বীকৃতি জানানোয় অভিনেত্রীকে হুমকি দেয়া হয় এবং সন্ত্রাসী দিয়ে তাড়া করা হয়। এমনকি তার মাকে প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে বলেও অভিযোগ করেছেন অভিনেত্রী।
সীমাহীন জনপ্রিয়তা অর্জন করলো এই ওয়েব সিরিজ, দর্শকদের মধ্যে উচ্ছ্বাস!
এছাড়া এ অভিনেতার বিরুদ্ধে সেন্সর বোর্ডের অনুমোদন ছাড়া সিনেমাটি সম্পাদনা এবং সেন্সরবিহীন ভিডিও ক্লিপ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা, ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দেয়া এবং জনসমক্ষে মানহানির অভিযোগ রয়েছে।
এ ঘটনায় বেঙ্গালুরু সিটি সিভিল কোর্টের দ্বারস্থ হন ভুক্তভোগী অভিনেত্রী। পরে হেমন্তকে ভিডিও পোস্ট করা থেকে বিরত থাকার জন্য অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করা হয়। কিন্তু অভিযোগ, অভিনেতা সেই আদেশ লঙ্ঘন করেছেন এবং মানহানিকর পোস্ট অব্যাহত রাখেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।