বিনোদন ডেস্ক : ‘প্রেমের সমাধি’ ১৯৯৬ সালের ২৬ জুলাই মুক্তি পাওয়া হিট সিনেমা। অভিনয় করেছিলেন বাপ্পারাজ ও শাবনাজ। মাস দুয়েক ধরে এ সিনেমার একটি ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
এ সিনেমায় শাবনাজের চরিত্রের নাম ছিল হেনা। এই হেনার বিয়ে হয়ে যায় অন্য জায়গায়। আর সেটা মেনে নিতে পারেননি ব্যর্থ প্রেমিক বাপ্পারাজ। সেই দৃশ্যটাই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
২৯ বছর পর বাপ্পারাজ ও শাবনাজ কিছুদিন আগে এরকম একটি ক্লিপে অভিনয়ও করেছেন, সেটাও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। এসব বিষয় নিয়েই ঈদের একটি টিভি অনুষ্ঠানে কথা বলেছেন শাবনাজ। নাম ‘রাঙা সকাল’। প্রচার হবে মাছরাঙা টিভিতে।
শাবনাজ বলেনন, ‘অনেকে তো এখন আমাকে ‘হেনা আপা’ নামেই সম্বোধন করছেন। বিষয়টি মজার, একই সাথে বিস্ময়কর। কারণ আজকাল তো বেশিরভাগ সময় নেতিবাচক বিষয়গুলোই ভাইরাল হয়। সে ক্ষেত্রে ২৯ বছর আগে মুক্তি পাওয়া একটি সিনেমা নতুন করে পরিচিতি পাচ্ছে, এ প্রজন্মের দর্শকরা আমাদের সিনেমা বা অভিনয় নিয়ে ইতিবাচকভাবে চর্চা করছেন, বিষয়টি অনেক বেশি ভালো লাগার। ভালো সিনেমার শক্তি এখানেই’।
উল্লেখ্য, দুই যুগের বেশি সময় এ অভিনেত্রীকে সিনেমায় দেখা যায় না। স্বামী অভিনেতা নাঈম ও দুই মেয়েকে নিয়েই সংসার করছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।