বিনোদন ডেস্ক : জনপ্রিয় যুদ্ধভিত্তিক গেম ‘ওয়ারহ্যামার’ এবার ফিল্ম এবং সিরিজ হিসেবে আসতে যাচ্ছে পর্দায়। এতে প্রধান ভূমিকায় থাকছেন জনপ্রিয় অভিনেতা হেনরি ক্যাভিল। প্রাক্তন সুপারম্যান অভিনেতা নির্বাহী প্রযোজক হিসেবেও থাকছেন এই প্রকল্পে।
গেমটির নির্মাতা সংস্থা ইউকে ফার্ম ‘গেমস ওয়ার্কশপ’ বিষয়টি নিশ্চিত করেছে। আমাজনের সাথে নীতিগতভাবে একটি চুক্তিতে পৌঁছেছে সংস্থাটি। ‘ওয়ারহ্যামার ৪০,০০০’ শিরোনামেই নির্মিত হতে যাচ্ছে এটি।
কিছুদিন আগে ক্যাভিল জানিয়েছিলেন ডিসি কমিকসে ‘সুপারম্যান’ হিসেবে আর ফিরছেন না তিনি। এর পরেই ‘ওয়ারহ্যামার’-এর ঘোষণাটি আসে, যা ক্যাভিল ভক্তদের জন্য দারুণ সুখবর। এর আগেও ক্যাভিল ওয়ারহ্যামারের প্রতি তার উৎসাহ প্রকাশ করেছেন। কল্পনাপ্রসূত যুদ্ধের এই খেলাটি এবার পর্দায় ফুটিয়ে তুলতে প্রচণ্ড আগ্রহ প্রকাশ করেন অভিনেতা।
সম্প্রতি এক বিবৃতিতে ব্রিটিশ অভিনেতা বলেছেন, ‘আমি ছোটবেলা থেকেই ওয়ারহ্যামারকে ভালোবাসতাম। এই মুহূর্তটি আমার জন্য সত্যিই বিশেষ কিছু। এই সিনেমাটিক মহাবিশ্বকে একদম শুরু থেকেই এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগটি বেশ সম্মানের। আমার জন্য অনেক গর্বের একটি বিষয় এটি।’
সাম্প্রতিক সময়ে কমিকস বইগুলো শুধু কমিকসেই সীমাবদ্ধ নেই। হলিউডে নিজেদের রাজত্ব করছে। এবার সেই রাজত্বের দৌড়ে নাম লেখালো গেম ওয়ার্কশপ। ‘ওয়ারহ্যামার ৪০,০০০’ গেম ওয়ার্কশপের উৎপাদিত একটি ক্ষুদ্র যুদ্ধভিত্তক গেম। এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ক্ষুদ্রাকৃতির যুদ্ধ গেম। বিশেষ করে যুক্তরাজ্যে সর্বাধিক জনপ্রিয় এটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।