দিশার থেকেও সুন্দরী তার বোন খুশবু পাটানি

খুশবু পাটানি

বিনোদন ডেস্ক: দিশা পাটানিকে কে না চেনে! বলিউড অভিনেত্রী নিজের সৌন্দর্য, লাস্যের জোরে ইন্ডাস্ট্রির প্রথম সারিতে উঠে এসেছেন। কেরিয়ারে ছবির সংখ্যা বেশি না হলেও গ্ল্যামারের উপরে ভর করেই জনপ্রিয়তার শিখরে উঠেছেন দিশা।

খুশবু পাটানি

অন্যদিকে তারই আপন বোন খুশবু পাটানি থাকেন লাইমলাইট থেকে অনেক দূরে। অথচ তার সৌন্দর্য মুগ্ধ করবে যে কাউকে। বলিউডের সবথেকে জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে দিশা একজন। তার সৌন্দর্য, কমনীয় ফিগারের চর্চা সর্বত্র। কিন্তু তার বোন খুশবুকে চেনেন না অনেকেই।

উত্তরপ্রদেশের বরেলিতে জন্ম খুশবুর। তিনিই বড় বোন। দিশা হলেন মেজ আর তাদের এক ছোট ভাইও আছে, নাম সূর্যাংশ। বরেলির বি বি এল পাবলিক স্কুলে পড়েছেন খুশবু। এরপর দেরাদুন ইনস্টিটিউট অফ টেকনোলজিতে ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং পড়েছেন তিনি।

স্নাতক শেষে কিছুদিন কাজ করার পর ভারতীয় সেনায় যোগ দেন খুশবু। লেফটেন্যান্ট পদে রয়েছেন তিনি। তার ফিটনেস দেখার মতো। ভারতীয় সেনার জন্য ট্রেনিং পর্বে থাকাকালীন তার শরীরচর্চার ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হত। পাশাপাশি দুই বোনের ছবিও ভাইরাল হয় নেটপাড়ায়।

শুধু যে ফিটনেসের দিকেই মন খুশবুর এমনটা কিন্তু নয়। অভিনয় জগৎ থেকে বহু দূরে থাকলেও নাচ এবং গান দুটোতেই পারদর্শী তিনি। রীতিমতো প্রশিক্ষণ নিয়েছেন খুশবু। লাইমলাইটের আড়ালে থাকলেও খুশবু এবং তার জীবনকাহিনি অনেকের কাছেই অনুপ্রেরণাদায়ক।

আম খাওয়ার পর করলা দিয়ে ভাত খেলে হতে পারে যে ক্ষতি!

এমনকি অনেকের মতে, বোন দিশার থেকেও বেশি সুন্দরী তিনি। অন্যদিকে, বিজ্ঞাপন জগৎ থেকে বড়পর্দায় পা রাখার সুযোগ পান দিশা। এম এস ধোনি, বাঘি-২ এর মতো ছবিতে তার অভিনয় নজর কেড়েছে দর্শকদের।