বিনোদন ডেস্ক : বলিউডে কমেডি ঘরানায় নতুন ধারার সৃষ্টি হয় “হেরা ফেরি” ফ্র্যাঞ্চাইজির হাত ধরে। অভিনয়ের পাশাপাশি রাজু, শ্যাম আর বাবুরাও চরিত্রে যথাক্রমে অক্ষয় কুমার, সুনীল শেঠি এবং পরেশ রাওয়ালের দুর্দান্ত কমিক টাইমিংয়ে দর্শকদের দারুণ মাতিয়েছিল এই ফ্র্যাঞ্চাইজির দুটি সিনেমা।
অনেকদিন ধরেই বলিউডের জনপ্রিয় এই কমেডি ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি “হেরা ফেরি থ্রি” সিনেমা নিয়ে নানা আলোচনা শোনা যাচ্ছে। তৃতীয় কিস্তিতে আগের অভিনেতারাই থাকবেন নাকি নতুন কাউকে দেখা যাবে, তা নিয়েও ব্যাপক কানাঘুষা শোনা যাচ্ছিল।
শেষ পর্যন্ত অবশ্য আগের ত্রয়ীকে নিয়েই “হেরা ফেরি ৩” নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। তবে এতে অক্ষয়, সুনীল এবং পরেশ রাওয়ালের সঙ্গে দেখা যাবে সঞ্জয় সত্তকেও। সিনেমায় নেতিবাচক ভূমিকায় অর্থাৎ খলচরিত্রে দেখা যাবে এ অভিনেতাকে।
প্রথমে শোনা গিয়েছিল, “হেরা ফেরি ৩” সিনেমায় রবি কিশানের ভাইয়ের ভূমিকায় দেখা যাবে সঞ্জয় দত্তকে। বলে রাখা ভালো, “ফির হেরা ফেরি” সিনেমায় শারাত সাক্সেনা অর্থাৎ তোতলা শেঠের দলের এক সদস্যের চরিত্রে অভিনয় করেছিলেন রবি কিশান।
তবে পরবর্তীতে জানা যায়, “হেরা ফেরি ৩” সিনেমায় সঞ্জয় সত্তকে এক অন্ধ ডনের চরিত্রে দেখা যাবে। এবার বলিউড অভিনেতা নিজেই সে তথ্য নিশ্চিত করলেন।
টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে কথা বলার সময় “হেরা ফেরি ৩” সিনেমায় নিজের চরিত্র সম্পর্কে সঞ্জয় দত্ত বলেন, “এটা বেশ গুরুত্বপূর্ণ একটা চরিত্র। চরিত্রটা অনেকটা ‘ওয়েলকাম’ সিনেমার ফিরোজ় খানের চরিত্রের মতো। আশা করছি, দর্শক আরডিএক্স চরিত্রের মতো এই চরিত্রকেও ভালোবাসবেন।”
বলিউডের ক্লাসিক কমেডি সিনেমার তালিকায় প্রথমেই আসে “হেরা ফেরি” ও “ফির হেরা ফেরি”র নাম। জনপ্রিয় পরিচালক প্রিয়দর্শনের পরিচালনায় ২০০০ সালে মুক্তি পায় “হেরা ফেরি”। ২০০৬ সালে প্রয়াত নিরাজ ভোরার পরিচালনায় মুক্তি পায় এ ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় কিস্তি “ফির হেরা ফেরি”।
তবে “হেরা ফেরি ৩” সিনেমায় পরিচালকের আসনে থাকবেন ফরহাদ সামঝি। ইতোমধ্যে সিনেমাটির টিজারের দৃশ্যধারণের কাজ শেষ হয়ে গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুটিং ফ্লোরের সেই ছবিও দেখা গেছে। এ বছরেই লস অ্যাঞ্জেলস, দুবাই এবং আবুধাবিতে সিনেমাটির শুটিং হবে।
অ্যান অ্যাকশন হিরো: ডার্ক কমেডি ও ভরপুর অ্যাকশনের দারুন মিশেল
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।