আন্তর্জাতিক ডেস্ক : দেশ অনুযায়ী বদলে যায় টাকা। যেমন টাকার নাম হয় ভিন্ন ভিন্ন, তেমনই এক দেশের টাকার পরিমাণ অন্য দেশে গেলে যায় বদলে। ধরা যাক ভারতীয় মুদ্রায় ৫০ টাকা। বাংলাদেশে গেলে এই মূল্যের বদলে কিছু বেশি টাকা মিলবে ভারতীয়দের, আবার উল্টোটা হবে আমেরিকায় গেলে। কিন্তু এমন দেশও আছে, যেখানে অতি অল্প টাকা নিয়ে গেলেও নিজেদের বেশ ধনী মনে করতে পারেন ভারতীয়রা। তথ্য বলছে এ দেশের এক টাকার সমান, সেখানে প্রায় ৫০০ টাকা।
ডলারের বিপরীতে ক্রমে কমছে রুপির দাম। এখন এক ডলারের মূল্য ৮৪.৪০ টাকা। কিন্তু এমন জায়গাও রয়েছে, সেখানে ভারতীয় টাকার দাম অনেক বেশি। অভিজ্ঞরা বলেন, ভ্রমণ করার জন্য এই জায়গাগুলি উপযুক্ত। এখানে গেলে টাকা এবং খরচ নিয়ে খুব একটা দুশ্চিন্তায় পড়তে হয় না।
এই দেশগুলির তালিকায় প্রথমেই আসে ভিয়েতনামের নাম। এক টাকার বদলে তারা দেয় ৩০০.৪১ ডং। প্রাচীন ইতিহাস ঘেরা, শান্তিপূর্ণ ভিয়েতনামে ভারতীয় টাকার দাম অনেক বেশি। ভিয়েতনামি ডিং বিশ্বের দুর্বল মুদ্রার মধ্যে অন্যতম। আর শুধু কী টাকা, সেখানে গেলে ঘোরার জন্য থাকবে গোটা ভিয়েতনাম। হ্যানয় এবং হো চি মিন-এর রাস্তা থেকে শুরু করে হ্যালং-এর শান্ত জল, প্রাচীন শহর হোই আন, হোই আন-এ ঘুরতে পারবেন।
শ্রীলঙ্কাতেও ঘোরার জন্য রয়েছে অসম্ভব সুন্দর সব জায়গা। আর সেখানেই ভারতীয় টাকার মূল্য বেশি। একটাকার মূল্য সেখানে ৩.৪৭। একটাকার বদলে দক্ষিণ কোরিয়ার মুদ্রার মূল্য প্রায় ১৭। অন্যদিকে কথা বলা যাক কম্বোডিয়া নিয়ে। ভারতের এক টাকায় ৪৮.৩ কম্বোডিয়ান রিয়েল পাওয়া যায়। ভারতের এক টাকার বদলে মিলবে ১৮৭.৩২ ইন্দোনেশিয়ান রুপি। লাওসে ১টাকা ভারতীয় মুদ্রার বিনিময়ে মিলবে ২৬০.৫১। ইরানে ১টাকার বদলে মিলবে ৪৯৮.০৫ টাকা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।