বিনোদন ডেস্ক : কদিন ধরেই সামাজিক মাধ্যমে একটি মিম ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেখা যাচ্ছে জায়েদ খান নদীর ধারে কাদার মধ্যে শুয়ে শুয়ে এগিয়ে আসছেন। এতে লেখা হয়েছে, এভাবেই ভারত থেকে বাংলাদেশে রাসেলস ভাইপার সাপ এসেছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে নানারকম কথা হচ্ছিল।
ছবিটি আসলে সোনার চর চলচ্চিত্রের স্থিরচিত্র। ছবিটি নানাসময়েই ভাইরাল হয়েছে। তবে এবার রাসেলস ভাইপার ইস্যুতে ভাইরাল হলো।
এদিকে জায়েদ খান সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অবস্থান করছেন। সেখানে আবার তাকে একটি দামি গাড়িতে দেখা গেল। ভিডিওতে দেখা গেল তিনি মরুভূমিতেও ডিগবাজি দিচ্ছেন। সেই ডিগবাজি দিতে গিয়ে আবার আহতও হলেন। আহত হওয়ার বিষয় নিয়ে মাথাও ঘামালেন না।
জায়েদ খানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে রাসেলস ভাইপারের মিমের বিষয়টি হেসেই উড়িয়ে দেন। বললেন, আসলে মানুষ মজা করে, যাতে মজা পাই তাই করে। তবে সব নিয়ে আমি কথা বলতে চাই না। আপনি আরেকটি যে প্রশ্ন করলেন দামি গাড়িতে আমি কেন? এর জবাব আমি এখনই দিতে চাই না। সময় হলেই এর উত্তর পেয়ে যাবেন। আপাতত শুধু এটুকুই বলতে পারি, সারপ্রাইজ আসছে। অপেক্ষা করুন।
বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক প্রীতম হাসান ও সংগীতশিল্পী প্রতীক হাসান। প্রীতম ও প্রতীক দুজন প্রয়াত শিল্পী খালিদ হাসান মিলুর সন্তান। তাঁর মানে জায়েদ খানের চাচাও সংগীত অঙ্গনের জনপ্রিয় মানুষ। গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে প্রতীক হাসান জানিয়েছিলেন, জায়েদ খান তাঁর আপন চাচাতো ভাই। এমনকি খালিদ হাসান মিলুর হাত ধরেই শোবিজ অঙ্গনের সঙ্গে জায়েদ খানের পরিচয়।
শুধু তা–ই নয়, চাচা মিলুর ফ্যাশন অনুসরণও করতেন জায়েদ। এবার তিন ভাই একসঙ্গে দুবাই মাতালেন। শিগগির দেশে ফিরবেন বলে জানালেন জায়েদ খান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।