বিনোদন ডেস্ক : আবারও আলোচনায় পুলিশ হত্যা মামলার পলাতক আসামি আরাভ খান। সঙ্গে হিরো আলমও। এবার দুবাইয়ে আরাভের মোবাইলের শো-রুম উদ্বোধন করতে ঢাকা থেকে উড়ে গেলেন হিরো আলম।
মঙ্গলবার সন্ধ্যায় এক ভিডিওবার্তায় বিষয়টি নিশ্চিত করেন হিরো আলম।
তিনি জানান, আগামী রবিবার দুবাইয়ের সাবকা বাস স্ট্যান্ডের পাশে অবস্থিত আরবাজ সেন্টারে আরাভ খানের মোবাইল শপ ‘আরাভ মোবাইল পয়েন্ট’ উদ্বোধন করা হবে। এ উপলক্ষে সোমবার দেশটিতে গেছেন হিরো আলম।
ভিডিওবার্তায় সবার কাছে দোয়া চেয়ে হিরো আলম বলেন, ‘উদ্বোধনের দিনে বিভিন্ন সারপ্রাইজ থাকবে আগতদের জন্য। এছাড়া একশো’র উপরে গিফট দেওয়া হবে, যারা পাইকারি ও খুচরা মোবাইল এখানে এসে কিনবেন।’
তিনি আরও বলেন, ‘পরবর্তীতে ঢাকার বসুন্ধরা সিটিতে আমরা আরও একটি মোবাইল শপ উদ্বোধন করব।’
এর আগে গত ১৪ মার্চ আরাভের স্বর্ণের দোকান উদ্বোধনে গিয়েছিলেন হিরো আলম। সঙ্গে ছিলেন ক্রিকেট অলরাউন্ডার সাকিব আল হাসানও। তা নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছিল। সূত্র : ঢাকা টাইমস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।