বিনোদন ডেস্ক : বন্যার্তদের জন্য ত্রাণ নিয়ে সিলেট এসেছেন বহুল আলোচিত হিরো আলম। বৃহস্পতিবার (২৬ মে) বিকেল ৫টার দিকে ঢাকা থেকে সড়কপথে ত্রাণভর্তি পিকআপসহ তিনি সিলেট আসেন।
শুক্রবার (২৭ মে) সকালে গোয়াইনঘাটের নন্দিরগাঁও, ফতেহপুর ইউনিয়নসহ তিনটি স্থানে এক হাজার বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করবেন হিরো আলম।
ত্রাণসামগ্রীর মধ্যে প্রতি প্যাকেটে থাকবে পাঁচ কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি পেঁয়াজ, এক কেজি আলু, এক পাতা নাপা ট্যাবলেট ও দুটি করে ওরস্যালাইন।
বগুড়ার যুবক আশরাফুল আলম সাঈদ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘হিরো আলম’ নামেই পরিচিত তিনি।
বৃহস্পতিবার বিকেলে সিলেট এসেই নগরের জিন্দাবাজারে একটি অভিজাত রেস্তোরাঁয় খাওয়া শেষ করেন হিরো আলম। সন্ধ্যায় হযরত শাহ জালাল (রহ.) ও হযরত শাহপরাণের (রহ.) মাজার জিয়ারত করেন।
সিলেট আসা প্রসঙ্গে হিরো আলম বলেন, ‘সিলেটে কিছুদিন আগে যে ভয়াবহ বন্যা হয়েছে, সেখানে শ্রমজীবী ও অসহায় মানুষের কষ্টের কথা গণমাধ্যমে দেখে ত্রাণ নিয়ে সিলেট এসেছি। অসহায় মানুষের জন্য আমার মন সবসময় কাঁদে। তাই ঢাকা থেকে এখানে ছুটে এসেছি। আজ সময় চলে যাওয়ায় কাল সকাল থেকে দুপুরের মধ্যে গোয়াইনঘাটে বন্যার্তদের মধ্যে ত্রাণ বিতরণ করে চলে যাবো।’
এক প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, ‘সিলেটি ভাষায় রচিত দুটি গান করার ইচ্ছা আমার আছে। ভবিষ্যতে তা করবো।’
সিলেট থেকে ফেরার সময় একটি এক্স ফিল্ডার গাড়ি কিনে নিয়ে যাবেন বলেও জানান তিনি।
সংসার ভেঙে গেছে—এরকম একটি প্রচার সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হিরো আলম বলেন, ‘এ কথা সত্য নয়। আমাদের মধ্যে সামান্য ভুল বোঝাবুঝি হয়েছিল। তা মিটমাট হয়ে গেছে। এখন আমরা একসঙ্গে সংসার করছি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারও প্রার্থী হবেন বলেও জানান সময়ের আলোচিত হিরো আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।