রমজানে ইসলামী গান নিয়ে আসছেন হিরো আলম

হিরো আলম

বিনোদন ডেস্ক : জাতীয় নির্বাচনে অংশগ্রহণের ব্যস্ততা শেষে আবারও কাজে ফিরেছেন হিরো আলম। অভিনয়, প্রযোজনা ও গান নিয়ে আপন ভুবনে ব্যস্ত রয়েছেন তিনি। এবার তার ভক্ত-অনুরাগীদের জন্য ইসলামী গান নিয়ে আসছেন। রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে নিজেই এ তথ্য জানান হিরো আলম।

হিরো আলম

তিনি বলেন, গান তো নিয়মিত-ই করছি। আমার দর্শক তা সাদরে গ্রহণও করছেন। সামনে রমজান। সেই উপলক্ষে ইসলামী গান করতে যাচ্ছি। এরই মধ্যে সব কিছু ঠিক হয়ে গিয়েছে। আশা করছি রোজার শুরুর দিকে মুক্তি পাবে ইসলামী গানটি। আশা করছি এই গানের মাধ্যমে দর্শক নতুন এক হিরো আলমকে পাবেন। আমার গান শুনে মুগ্ধ হবেন। সবাইকে গানটি শোনার জন্য অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি।

‘ইসলামী গানটি কে লিখেছেন, সুরকার সংগীত আয়োজন কে করছেন- তা এই মুহূর্তে বলতে চাইছি না। কিন্তু এ কথা বলতে পারি, গানটি শুনে আমার ভক্তরা খুব অবাক হবে। আমি যার সঙ্গে কাজ করছি তিনি খুব জনপ্রিয় একজন মানুষ। অনেক ইসলামী গানের গীতিকার, সুরকার সংগীত আয়োজক। এই মধ্যে গানটির কাজ চলছে। কয়েক দিনের মধ্যে আমি গানটিতে কণ্ঠ দেবো।’

বর্তমানে হিরো আলমের হাতে পাঁচটি সিনেমা রয়েছে। এ বছর সিনেমাগুলোর কাজ শেষ হবে বলে জানান তিনি।

এর বাইরে বিভিন্ন ইভেন্ট ও স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন হিরো আলম।

ভুল স্বীকারের ৩ ঘণ্টা পর ক্ষমা পেলেন পূজা চেরী!