বিনোদন ডেস্ক : বগুড়ার ছেলে আশরাফুল হোসেন ওরফে হিরো আলম। যাকে নিয়ে আলোচনা করা যায়, কিন্তু তাকে এড়িয়ে যাওয়া যায় না। আলোচনা-সমালোচনার তোয়াক্কা না করে আপনমনে কাজ করে যাচ্ছেন।
সোশ্যাল মিডিয়ায় মিউজিক ভিডিওর মাধ্যমে হইচই ফেলা হিরো আলম এখন পুরো বাংলার মানুষের কাছে পরিচিত। বাংলাদেশ থেকে এবার কলকাতায় গেছেন নতুন একটি গানের শুটিং করতে। অভিনয়, গান, প্রযোজনা, স্টেজ শো সব মাধ্যমেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
আসন্ন ঈদুল আজহাতেও তার দুটি গান রিলিজ হতে যাচ্ছে। বাংলাদেশের মডেল রিয়া মনিকে নিয়ে ‘কি করে বলি’ এবং সম্প্রতি কলকাতায় ‘কলকাতা মাইয়া’ শিরোনামের একটি গানের ভিডিওচিত্রে মডেল হয়েছেন হিরো আলম, রায় ও সোনালী। গান গুলোর গীতিকার ও সুরকার সমীর সান্যাল, মিউজিক ডিরেকটর নৃপাংশু শেখর,
প্রযোজনায় জিও বাংলা টিভি ও বাগবাকুম এবং হিরো আলম অফিশিয়াল। পরিচালনা সালাউদ্দিন গোলদার (বাচ্চা)।
গানটিতে হিরো আলম নিজেই কণ্ঠ দিয়েছেন। গীতিকার ও সুরকার সমীর সান্যাল। কলকাতার বিশ্ববাংলা গেটে ‘কলকাতা মাইয়া’ গানের শুটিং চলছে।
কলকাতায় নতুন গানের শুটিং প্রসঙ্গে হিরো আলম বলেন, দর্শকদের অনুরোধের কথা মাথায় রেখে একটি গানের শুটিং বাংলাদেশেতে শেষ করেছি এবং অন্য একটি গানের শুটিং করার জন্য কলকাতায় আসছি। আসছে ঈদে দর্শকদের গান দুটি উপহার দেব।
তিনি আরও বলেন, ‘অনেকেই আমার গান নিয়ে নানান রকম মন্তব্য করেন। তাতে আমার কিছু যায়-আসে না। আমি হিরো আলম সবসময় একটু ব্যতিক্রম। আমি সব ধরনের অভিনয় ও গান করতে পারি। দর্শক যতদিন আমাকে ভালোবাসবেন, আমি দর্শকদের চাওয়া মতো গান উপহার দিয়ে যাব।
প্রসঙ্গত, কিছুদিন পরপরই বিভিন্ন গান নিয়ে হাজির হন হিরো আলম। ইতোমধ্যে বিভিন্ন ভাষায় তার গান শুনেছে শ্রোতারা। এ ছাড়াও তার অভিনীত ও প্রযোজিত ‘টোকাই’, ‘বউ-জামাইয়ের লড়াই’, ‘নষ্ট হওয়ার কষ্ট’ সিনেমা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।