মামলার হুমকিতে ভয় পেয়ে যা বললেন হিরো আলম

বিনোদন ডেস্ক : হিরো আলম বেশ কিছুদিন ধরেই গান গাওয়া শুরু করেছেন। তার এসব গান সোশ্যাল মিডিয়ায় তুমুল আলোচনা ও সমালোচনা সৃষ্টি করেছে। সর্বশেষ রবীন্দ্রসংগীত গেয়ে তুমুল সমালোচনার কবলে পড়েছেন এই ‘সোশ্যাল পারসন।’
মামলার ভয়ে যা বললেন হিরো আলম
গানটি নিয়ে সংগীতশিল্পী বেলাল খান একটি পোস্টের মন্তব্যে বলছেন, ‘ওর এই সব শিল্প মানহীন কন্টেন্টে মোটেও দেশ জাতির কোনো উপকার নেই এবং এগুলো যেহেতু সে এখন বাণিজ্যিকভাবে নিয়মিত করছে, তাই আমাদের উচিত ওর সব কিছুই এড়িয়ে যাওয়া।’

শুধু তা-ই নয়, কেউ কেউ হিরো আলমের নামে মা;মলা করার হু;মকি দিয়েছেন। তাদের মধ্যে একজন উঠতি বাংলাদেশি নির্মাতাও রয়েছেন। তবে এসব বিষয় নিয়ে একদমই চিন্তিত নন হিরো আলম।

হিরো আলম বলেন, ‘আমি অনেক গান গাইছি; কিন্তু রবীন্দ্রসংগীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্রসংগীত গাইলে তো আমার নামে মা;মলা হয়ে যাবে। আমি রবীন্দ্রসংগীত গাবো না। ’

যেটা ভাইরাল হয়েছে সেটা কোনো অফিশিয়াল কোনো গান না―এমনটাই উল্লেখ করে আলম বলেন, ‘আমি কেকে’কে স্মরণে একটা গান গাইছি। সেটা কাল রাতেই রিলিজ হয়েছে। আপনারা সেইটা শুনতে পারেন। রবীন্দ্রসংগীত যেইটা ভাইরাল হইছে সেইটা আমি শখ করে গাইছি দুই-তিন লাইন। ওইটা অফিশিয়াল না।’

জনপ্রিয় রবীন্দ্রসংগীত ‘আমারও পরানো যাহা চায়’ গেয়েছেন হিরো আলম। শুধু তাই নয়, ওপার বাংলার কিংবদন্তি শিল্পী মৌসুমী ভৌমিকের ‘আমি শুনেছি সেদিন তুমি’ গানটিও কণ্ঠে তুলেছেন তিনি।

আর এই দুইটি গান একেবারে বেসুরে গেয়েছেন তিনি। পুরো গান প্রকাশের আগেই সামাজিক মাধ্যমে হিরো আলমের গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে শুরু হয়েছে সমালোচনা। যেখানে বেশির ভাগ মন্তব্যই পড়েছে নেতিবাচক। সেখানে অনেকে দাবি করছেন, এবার রবীন্দ্রসংগীত ‘বি;বৃতি’ করলেন হিরো আলম।

মালাইকা ও আলিয়ার যৌবন ধরে রাখার রহস্য