এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ ‘জয় হো’ গাইলেন হিরো আলম

হিরো আলম এ আর রহমান

বিনোদন ডেস্ক : কালজয়ী সঙ্গীত ‘কারার ওই লৌহ কপাট’র রিমেক করে বিতর্কের মুখে পড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীত পরিচালক এ আর রহমান। তার বিরুদ্ধে উঠেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা সঙ্গীতটির সুর বিকৃত করার অভিযোগ। যা নিয়ে নানা রকম মন্তব্যের ঝড় বইছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

হিরো আলম  এ আর রহমান

এবার এ আর রহমানের বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ নিজের গলায় ‘জয় হো’ গান গাইলেন হিরো আলম। সোমবার গানটির স্টুডিও ভার্সনের কিছু অংশের ভিডিও তার ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন।

সেখানে হিরো আলম বলেন, এ আর রহমানের একটি গান গাওয়ার চেষ্টা করলাম। কেমন হবে জানি না। চেষ্টা করব ভালো কিছু গাওয়ার। আপনারা গানটি দেখার অপেক্ষায় থাকুন। আগামীকাল (মঙ্গলবার) গানটি রিলিজ পাবে।

ডোনাল্ড লুর চিঠি নিয়ে ব্রিফিংয়ে যা বলল যুক্তরাষ্ট্র

‘জয় হো’ গানটি ২০০৮ সালে মুক্তি পাওয়া ‘স্লামডম মিলিয়নার’ চলচ্চিত্রের গান। এই গানটি কম্পোজিশনের জন্য অস্কার পেয়েছিলেন ভারতীয় সঙ্গীত পরিচালক এ আর রহমান।