বিনোদন ডেস্ক : ৫ আগস্ট স্বৈরাচার সরকার শেখ হাসিনার পতদের পর আস্তে আস্তে বেড়িয়ে আসছে তাদের দূর্ণীতি আর খুনের কথা। ক্ষমতায় টিকে থাকতে ব্যবহার করা হতো পুলিশ বাহিনীসহ নানারকম উপায়। সেই সময়ে আলোচিত ছিল ডিবি পুলিশ প্রধান হারুণ অর রশীদ। এবার তাকে নির্মিত হচ্ছে সিনেমা।
‘মাস্তান হারুন’। তবে এই চরিত্রে কে অভিনয় করবেন সেটা জানা যায়নি। কিন্তু ছবিটিতে নায়ক চরিত্রে দেখা যাবে আলোচিত ইউটিউবার হিরো আলমকে। এমন তথ্য দিয়েছেন তিনি নিজেই।
ছবিটি পরিচালনা করবেন ইভান মল্লিক।
এছাড়া ঢাকার একটি আসনে হিরো আলমের প্রতিদ্বন্দী প্রার্থী সাবেক তথ্যমন্ত্রী মোহাম্মদ আরাফাতকে নিয়ে আরও একটি ছবি নির্মাণের উদ্যোগ নিয়েছেন হিরো আলম। ছবিটির নাম ‘আরফাতের চার বউ’। এই ছবিতেও নায়ক হিসেবে অভিনয় করবেন হিরো আলম।
এটি পরিচালনা করবেন শাওন আশরাফ।
হিরো আলম বলেন, আমরা এরইমধ্যে ছবি দুটি নির্মাণের উদ্যোগ নিয়েছি। ছবি দুটি প্রযোজনা করবেন জেনিফা চৌধুরী। এরমধ্যে মাস্তান হারুন ছবিটি পুরোপুরি অ্যাকশন সিনেমা। এখানে সবাই ডিবি হারুনের অত্যাচার জুলুমের বিষয়ে জানতে পারবেন।’
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী মাস থেকেই সিনেমা দুটির শুটিং শুরু করবেন তারা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।