প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা হিরো আলমের!

হিরো আলম

জুমবাংলা ডেস্ক : দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন করবেন না আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম ।

বুধবার রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা জানান।

এ বিষয়ে জানতে চাইলে হিরো আলম বলেন, ‌নির্বাচন করব না। প্রার্থিতা প্রত্যাহার করব এটা কনফার্ম। কেন নির্বাচন করব না, তা প্রার্থিতা প্রত্যাহারের দিন জানাব।

বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন হিরো আলম।

প্রথমে যথাযথভাবে মনোনয়নপত্র পূরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়।এরপর আপিলে তিনি মনোনয়নপত্র ফিরে পান। সূত্র : বাংলাদেশ প্রতিদিন