বিনোদন ডেস্ক : সম্প্রতিক সময়ে তাকে ছোট করে নানারকম বানোয়াট শিরোনামে ইউটিউব ও ফেসবুকে ভিডিও ছাড়ায় ১০ জন ইউটিউবারের নামে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ—ডিবিতে অভিযোগ দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম।
মঙ্গলবার বিকালে রাজধানীর মিন্টো রোডের ডিবি অফিস থেকে বেরিয়ে সাংবাদিক এ তথ্য নিশ্চিত করেন হিরো আলম।
হিরো আলম বলেন, ‘হকার সাইফুল, পরীবাবু, ইমরান, জুনিয়ার মিশা, হাসেমসহ ১০ জনের নাম ডিবিতে দিয়েছি। তারা ভিউ বাড়ানোর ধান্দায় আমার নামে নানারকম বানোয়াট মিথ্যা কথা ইউটিউবে প্রচার করে। আমি তাদের কিছু বললে তারা আবার সেটা নিয়েও ভিডিও বানায়।’
তিনি বলেন, ‘ঢাকা-১৭ আসনের নির্বাচনে আমার ওপর যারা হামলা চালিয়েছে। তাদের সবার তথ্য আমি ডিবিতে দিয়েছি। ওই দিন আমার সঙ্গে যারা ছিলেন তারা ডিবিতে জবানবন্দি দিয়েছেন। ডিবি থেকে আমাকে বলা হয়ছে, যারা আমার ওপর হামলা চালিয়েছে তাদের সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে। তাদের সবার বিচার হবে।’
তিনি আরও বলেন, ‘আমি সব সময় আইনের ওপর ভরসা করি। তারা যা কিছু কররেন, সব কিছু ভালো করবেন- এটা আমার আস্থা আছে।’
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচন করেছেন হিরো আলম। গত ১৭ জুলাই নির্বাচনের দিন দুপুর আড়াইটার দিকে বনানী বিদ্যানিকেতন স্কুলে পরিদর্শনে যান হিরো আলম। সেখানে তার ওপর হামলা চালায় কিছু লোক। মারতে মারতে তাকে বনানী বি-ব্লক এর ২৩ নম্বর বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে একটি হাসপাতালে চিকিৎসা নিতে যান হিরো আলম।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।