বিনোদন ডেস্ক : দেশের চলচ্চিত্র জগতে আলোচিত-সমালোচিত নাম হিরো আলম। সোশ্যাল মিডিয়ায় একের পর এক নিম্নমানের কন্টেন্ট বানিয়ে নানান বিতর্কের জন্ম দেন। তিনি যা করেন সেটি নিয়েই শুরু হয় সমালোচনা। তবে এবার নাকি হিরো আলমের টার্গেট এলিট শ্রেণির দর্শক। তার অভিনীত সিনেমা ‘টোকাই’ প্রসঙ্গে গণমাধ্যমে এ কথা জানান তিনি।
এখন নেটিজেনদের মাথায় ঘুরপাক খাচ্ছে, তবে সত্যিই কি এলিট শ্রেণির দর্শক তার সিনেমা দেখবে।এ দিকে হিরো আলম অভিনীত সিনেমা ‘টোকাই’ আদৌ জনপ্রিয়তা পাবে কি না, সে নিয়েও রয়েছে সংশয়।
এ বিষয়ে সংবাদমাধ্যমকে হিরো আলম জানান, আমি খেটে খাওয়া মানুষের দলে। আমি যা করি, সেগুলোর অধিকাংশই নিম্নবিত্ত, টোকাই শ্রেণির মানুষ দেখেন। কিন্তু অন্যরা দেখলেও সবসময় তারা হিরো আলমকে টেনে নিচে নামাতে চান। তিনি আরও বলেন, নিম্নবিত্ত, টোকাই শ্রেণির পাশাপাশি এলিট শ্রেণির দর্শকও আমার টার্গেটে রয়েছে।
প্রথমবারের মতো ‘টোকাই’ সিনেমায় হিরো আলমের জুটি হয়েছেন রিয়া চৌধুরী। যদিও প্রথমে এই নায়িকাও তার সঙ্গে অভিনয় করতে চাননি, পরে রাজি হয়েছেন। শুধু তিনি নন, শুরুতে সিনেমার অধিকাংশ অভিনয়শিল্পীই অভিনয় করতে রাজি ছিলেন না। এখন এটাই দেখার পালা, প্রেক্ষাগৃহে ‘টোকাই’ দেখার পর কী প্রতিক্রিয়া জানান সিনেমাপ্রেমী দর্শকরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।