কিছুদিন আগে আলোচিত কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল হোসেন ওরফে হিরো আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। হামলাকারীরা কয়েকটি মোটরসাইকেলে এসে তাকে পিটিয়ে আহত করে ফেলে রেখে যায়। পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। এখন কিছুটা সুস্থ হয়ে বাসায় আছেন।
কিছুটা সুস্থ হয়ে শনিবার (৪ অক্টোবর) আফতাব নগরের ঘটনাস্থলে গিয়েছিলেন তিনি। এরপর ফিরে মামলা করেন। এই মামলায় ম্যাক্স অভি ওরফে রিয়াজ অভিকে ৪ নম্বর আসামি করেন। এই মামলায় এক নম্বর আসামি করেছেন আরেক কনটেন্ট ক্রিয়েটর মিথিলাকে।
হিরো আলমের দাবি মিথিলা ও ম্যাক্স অভি মিলে হিরো আলমকে মেরে ফেলার চেষ্টা চালিয়েছেন।
হিরো আলম গণমাধ্যমকে বলেন, মিথিলা ও তার স্বামী আমাকে মারতে চায়। অন্যদিকে, ম্যাক্স অভিও আমাকেও মারতে চায়। আমাকে মেরে ফেলতে পারলে সে রিয়া মনিকে বিয়ে করতে পারবে। সে যে রিয়া মনিকে বিয়ে করতে চায় এই কথা অনেক ভিডিওতে বলেছে। তাই আমি মামলা করেছি।
এই মামলায় আসামিরা হলেন, মিথিলা, মিথিলার স্বামী চমন, মিথিলার ভাই ও ম্যাক্স অভি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।