বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : ভারতীয় অটো মোবাইল কোম্পানি হিরো এবারে বাজারে নিয়ে আসতে চলেছে ইলেকট্রিক বাইক। এমনিতেই আজকের দিনে বাজারে ইলেকট্রিক যানবাহনে রমরমা অনেকটা বৃদ্ধি পেয়েছে। নতুন নতুন গাড়ি থেকে স্কুটার সবকিছুই আজকাল বাজারে উপলব্ধ। বিশেষ করে বাইক এবং স্কুটার ইলেকট্রিক ভার্সনে বেশি উপলব্ধ আজকের দিনের বাজারে। কিছুদিনের মধ্যেই এই বৈদ্যুতিন প্রযুক্তিতে চলা যানবাহন বাজার দখল করে ফেলবে বলে অভিমত বিশেষজ্ঞদের। তাই এই মুহূর্তে প্রতিটি কোম্পানি বাজারে তাদের ইলেকট্রিক যানবাহন নিয়ে আসার জন্য ব্যস্ত হয়ে উঠেছে। এতদিন পর্যন্ত ইলেকট্রিক গাড়ি কিংবা বাইকের বাজারে হিরো খুব একটা সক্রিয় ছিল না। তবে এবারে হিরো বাজারে আনতে চলেছে তাদের নতুন ইলেকট্রিক বাইক।
হিরো আর কিছুদিনের মধ্যেই তাদের নতুন ইলেকট্রিক বাইক নিয়ে আসতে চলেছে ভারতের বাজারে। এই বাইকটি হতে চলেছে হিরো কোম্পানির লেজেন্ডারি বাইক স্প্লেন্ডারের ইলেকট্রিক ভার্সন। ধারণা করা হচ্ছে, পুরনো মডেলের তুলনায় আরো বেশি ফিচার্স থাকতে চলেছে এই নতুন মডেলে। এই বাইকে আপনারা দেখতে পাবেন একটি ৪ কিলোওয়াট ঘন্টা লিথিয়াম আয়ন ব্যাটারি সহ ৩০০০ ওয়াটের BLDC মটর যা এই বাইকটিকে পাওয়ার দেবে। এই বাইকটি একবার ফুল চার্জ দেওয়া হলে ২৫০ কিলোমিটার পর্যন্ত মাইলেজ দেবে আপনাকে। মাত্র সাত সেকেন্ডে ৪০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি অর্জন করতে পারবে এই বাইক। পাশাপাশি এই বাইকের টপ স্পিড হবে ১০০ কিলোমিটার প্রতি ঘন্টা। ফলে আপনি খুব দ্রুত গতিতে এই বাইক চালাতে পারবেন।
এছাড়াও এই বাইকে থাকবে একটি টিএফটি ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। ব্যাটারি স্ট্যাটাস থেকে শুরু করে গাড়ির গতিবেগ সবকিছুই এই ডিসপ্লেতে দেখা যাবে। বাজারের অন্যান্য ইলেকট্রিক বাইকের তুলনায় ১৫ কিলোমিটার বেশি গতিবেগে ছুটতে সক্ষম স্প্লেন্ডার। এছাড়াও ভালো মানের ব্রেকিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এই বাইকে। সামনের চাকাতে রয়েছে ডিস্ক ব্রেক এবং পিছনের চাকাতে ড্রাম ব্রেক ব্যবহার করা হয়েছে বলে খবর। সূত্রের খবর অনুযায়ী মোটামুটি ১.৫০ লক্ষ টাকার মধ্যে দাম হবে এই নতুন হিরো স্প্লেন্ডার বাইকের।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।