বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : লিমিটেড এডিশন বাইকের ক্ষেত্রে শুধুই বড় বড় আন্তর্জাতিক সংস্থার নাম শোনা যায়। তবে এদিন চমক দিয়ে দারুণ একটি বাইক বাজারে আনল হিরো মটোকর্প। নাম হিরো সেন্টিনিয়াল। 2023 সালে লঞ্চ হওয়া হিরো ক্যারিশমা XMR 210-এর উপর ভিত্তি করে ডিজাইন করা হয়েছে এই বাইক। এটি বানিয়েছে হিরো সেন্টার ফর ইনোভেসন এবং জার্মানিতে অবস্থিত হিরো টেক সেন্টার।
হিরো সেন্টিনিয়াল বাইকের 100টি ইউনিট নিলাম করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। শীঘ্রই এই নিলাম শুরু হবে। তবে বাইকের নিলাম সবার জন্য উপলব্ধ নয় বলে জানিয়েছে সংস্থা। শুধু হিরো মটোকর্পের কর্মচারী, বিজনেস পার্টনার এবং স্টেকহোল্ডাররাই অংশগ্রহণ করতে পারবেন।
হিরো মটোকর্পের প্রতিষ্ঠাতা ব্রিজমোহন লাল মুঞ্জলের 101 তম জন্মবার্ষিকী উপলক্ষে ক্যারিশমা স্পেশাল এডিশন লঞ্চ করা হয়। সেই বাইকের নতুন অবতার হিরো সেন্টিনিয়াল। নিখুঁত শিল্পের সঙ্গে প্রিমিয়াম ফিচার্স রয়েছে বাইকে। ক্যারিশমার স্ট্যান্ডার্ড ভার্সনে এমন ডিজাইন এবং ফিচার্স নেই।
তবে হিরো সেন্টিনিয়ালের ইঞ্জিন সম্পর্কিত কোনও তথ্য প্রকাশ করেনি সংস্থা। বাইকে রয়েছে টাইটানিয়াম এক্সহস্ট এবং ডায়মন্ড কাট অ্যালয় হুইল। সাসপেনশন রয়েছে সম্পূর্ণ অ্যাডজাস্টেবেল মনো-শক এবং টেলিস্কপিক ফ্রন্ট ফর্ক।
হিরো সেন্টিনিয়াল বাইকের স্পেসিফিকেশন প্রকাশ করা না হলেও, এই বাইকটি যেহেতু হিরো ক্যারিশমা থেকে অনুপ্রাণিত, তাই ক্যারিশমা XMR-এর ফিচার্স জানলেই অনেকটা আন্দাজ করা যায়। এতে মিলবে 210 সিসি ইঞ্জিন, যা সর্বাধিক 25.15 হর্সপাওয়ার এবং 20.4 এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের মাইলেজ 35 কিমি প্রতি লিটার।
বাইকের সামনের চাকায় রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনো-শক সাসপেনশন। ব্রেকিংয়ের ক্ষেত্রে দু চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। একটা সময় ভারতে দারুণ জনপ্রিয় ছিল হিরো ক্যারিশমা। গত বছর সেই বাইকের নতুন অবতার লঞ্চ করেছে সংস্থা।
বাজারে শীঘ্রই লঞ্চ করতে চলেছে Oppo Reno সিরিজ , AI বৈশিষ্ট্যসহ ফিচার জেনে নিন
এতে ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল, ব্লুটুথ কানেক্টিভিটি, USB চার্জিং পোর্ট এবং LED লাইটিং। বাজারে হিরো ক্যারিশমার দাম রয়েছে 1.79 লাখ টাকা (এক্স-শোরুম)। ভারতে এই বাইকের প্রতিপক্ষ রয়েছে ইয়ামাহা আর15, বাজাজ পালসার, বাজাজ আরসি 200 এবং কেটিএম আরসি 200।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।