বিনোদন ডেস্ক : ছোটপর্দায় প্রথমবার জুটি বাঁধছেন রুবেল দাস ও মোহনা মাইতি। ধারাবাহিকের নাম ‘তুই আমার হিরো’। ইতিমধ্যেই সামনে এসেছে জি বাংলার নতুন মেগার প্রথম ঝলক। ১০ মার্চ থেকে সন্ধে ছ’টায় সম্প্রচারিত হতে চলেছে এই ধারাবাহিক।
সম্প্রতি চ্যালেনের তরফে পোস্ট হওয়া নতুন প্রোমো সামনে আসে আসল চমক। প্রোমোর প্রথমেই দরজা খুলে এন্ট্রি নিচ্ছে দেব, তবে আসন্ন ধারাবাহিকে অভিনয় করছেন দেব? এরপরেই ভিডিওতে দেবকে বলতে শোনা যায়, ‘দীপক থেকে দেব হয়ে ওঠার রাস্তাটা সহজ ছিল না।’
এরপরেই এন্ট্রি নিচ্ছেন গল্পের ‘শাক্যজিৎ’ ওরফে রুবেল দাস। দেব আরও বললেন, ‘সুপারস্টার শাক্যজিৎ-এর গল্পটাও হুবহু আমারই মতো। বাইরে থেকে সুপারস্টার হলেও মনের ভিতরে আজও মিস করে পাড়ার মোড়ে বন্ধুদের সঙ্গে আড্ডা, ফাউ সমেত ফুচকা, কাদা মাঠে ফুটবল।’
রুবেলের কাঁধে হাত রেখে দেব বললেন, ‘আরে দাঁড়াও দাঁড়াও, সুপারস্টারের সুপারহিট গল্পে হিরোইন থাকবে না তা আবার হয় নাকি?’ এরপরেই নায়িকা ‘আরশি’ ওরফে মোহনা মাইতিকে দেখা যায়। নায়ক-নায়িকা দু’জনকে পাশে নিয়ে নতুন মেগার প্রচারে দেবকে দেখে চমকে গিয়েছেন দর্শক। দেব এই মেগায় না থাকলেও তাঁর মতোই যে একজন ‘সুপারস্টার’-এর কাহিনি ফুটে উঠবে গল্পে, তা স্পষ্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।