দেশের বাজারে ১২৫ সিসির ইঞ্জিনে আসছে হিরো এক্সট্রিম

হিরো এক্সট্রিম মোটরসাইকেল

বিজ্ঞান ও প্রযক্তি ডেস্ক : ১২৫ সিসির ইঞ্জিনে বাংলাদেশের বাজারে আসছে হিরো এক্সট্রিম মোটরসাইকেল। যার মডেল হিরো এক্সট্রিম ১২৫ আর। আগামীকাল ২৪ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে এই মোটরবাইক উন্মোচন করা হবে।

হিরো এক্সট্রিম মোটরসাইকেল

হিরো মটো কর্পের দেশীয় পরিবেশক নিলয় মোটরস লিমিটেড এই মোটরসাইকেল উৎপাদন ও বাজারজাত করবে। মোটরসাইকেলের দাম সম্পর্কে এখনো ধারণা পাওয়া যায়নি।

বাংলাদেশে ১২৫ সিসির হিরো এক্সট্রিম আগামীকাল এলেও ভারতে এবছরের শুরুতে। ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানা গেছে এর স্পেসিফিকেশন।

প্রতিবেদন অনুযায়ী, একেবারে তীক্ষ্ণ স্টাইলিশ লুকে ধরা দিয়েছে নতুন এই মোটরসাইকেল। কমিউটার সেগমেন্টে এমন বাইক খুব একটা দেখা যায় না। গ্রাহকদের চমক দিতে বাইকের দামও রাখা হয়েছে বেশ প্রতিযোগিতামূলক। মিলবে সিঙ্গেল চ্যানেল এবিএস। আর কী রয়েছে? আসুন জানা যাক।

১২৫ সিসি ইঞ্জিনের সঙ্গে স্পোর্টস বাইকের মতো লুক। বিষয়টা একটু অবাক করা হলেও চমক দিয়েছে হিরো মটোকর্প।

হিরো এক্সট্রিম ১২৫আর মডেলে দেওয়া হয়েছে ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ১১,৫৫ পিএস শক্তি এবং ১০.৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। এই বাইকের লুক আর ফিচার্স সবচেয়ে বেশি মনোযোগ দিয়েছে হিরো। যা বাইকের ছবি দেখলেই প্রমাণ হয়।

বাইকের ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ১০ লিটার। সামনে ডিস্ক ও পেছনে ড্রাম ব্রেক। মাইলেজ মোটামুটি ভালোই দেবে এমনটাই আশা করছেন সবাই। কারণ কমিউটার ইঞ্জিন রয়েছে বাইকে। তবে ফিচার্স পুরো কাঁপিয়ে দেওয়ার মতো।

হিরোর নতুন এই বাইকে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস), ডিজিটাল স্পিডোমিটার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল ট্রিপমিটার, ডিজিটাল টেকোমিটার ইত্যাদি। বাইকে মিলবে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে ব্লুটুথ কানেক্টিভিটি।

১২৫ সিসি ইঞ্জিন হলেও বাইকের ফ্রন্ট ও রিয়ার সেকশন যতটা স্পোর্টস বাইকের মতো আকর্ষণীয় রাখার চেষ্টা করেছে হিরো মটোকর্প। যার ফলে বাজারে অন্যান্য যে সব বাইক রয়েছে মূলত, টিভিএস রেইডার, বাজাজ পালসার ১২৫ মডেলের বাইককে প্রতিযোগিতায় ফেলবে।

যে সব গ্রাহকেরা হিরো গ্ল্যামারের ইঞ্জিন একটি আকর্ষণীয় স্পোর্টি লুকের বাইক চাইছেন তাদের কাছে এটি ভালো বিকল্প হতে পারে।

ই-সিম কী? জেনে নিন এর সুবিধা-অসুবিধা

ভারতে হিরো এক্সট্রিম বাইকের দুইটি ভ্যারিয়েন্ট আনা হয়েছে। দুটারই দাম ১ লাখ রুপির নিচে। প্রথমটি নন এবিএস ভ্যারিয়েন্ট। এতে ডিস্ক ব্রেক অ্যালয় হুইল পাবেন। দাম ৯৫ হাজার ‍রুপি। দ্বিতীয়টি সিঙ্গেল চ্যানেল এবিএস, ডিস্ক ব্রেক। দাম ৯৯ হাজার ৫০০ রুপি।

বাংলাদেশে এই মোটরসাইকেল কত দামে বিক্রি হবে তা আগামীকাল জানা যাবে।