বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরোর সংকলনের মধ্যে দুরন্ত এক সিরিজ গ্ল্যামার। গ্রাহকের আন্তরিক ভালোবাসা পেয়েছে এটি। এই বাইকের দুই চাকা প্রিমিয়াম অভিজ্ঞতা দেয়। তাইতো কমিউটার মোটরসাইকেলগুলোর মধ্যে একে অন্যতম বলা হয়। গ্রাহকের চাহিদার কথা মাথায় রেখে হিরো গ্ল্যামারের নতুন ভার্সন লঞ্চ করল প্রতিষ্ঠানটি।
হিরো গ্ল্যামার ১২৫ নামের বাইকটিতে দেওয়া হয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার। এটি এই বাইকের নতুন বৈশিষ্ট্য। এখন সহজেই রিয়েল টাইম মাইলেজসহ একাধিক তথ্য দেখা যাবে। পাশাপাশি মোবাইল চার্জিং পোর্ট সুবিধাও পাবেন রাইডাররা।
এ রেঞ্জের মধ্যে খুব অল্প সংখ্যক মোটরসাইকেলই রয়েছে যাতে এই সুবিধাগুলি পেয়ে থাকেন গ্রাহকরা। হিরো গ্ল্যামার ১২৫ এর আরও একটি চমৎকার বৈশিষ্ট্য হলো স্টার্ট-স্টপ সিস্টেম। বাইক দীর্ঘক্ষণ অসক্রিয় অবস্থায় থাকলে এটি স্বয়ংক্রিয়ভাবে বাইকের ইঞ্জিন বন্ধ করে দেবে। ফল বাড়বে বাইকের মাইলেজ।
জানা গেছে, নতুন হিরো গ্ল্যামারের আসনের উচ্চতা ৮ মিলিমিটার কমিয়েছে কোম্পানি। পিছনে পিলিওন রাইডারের আসনের উচ্চতা কমেছে ১৭ মিলিমিটার। ফুয়েল ট্যাংক কিছুটা ফ্ল্যাট রাখা হয়েছে। সবমিলিয়ে বাইকের সামগ্রিক চেহারা হয়ে উঠেছে স্টাইলিশ।
মেকানিক্যালি বাইকের ইঞ্জিন থাকছে আগের মতোই। পুরনো মডেলে যে ইঞ্জিন পেতেন তাই মিলবে নতুন ভার্সনে। একই ১২৪.৭ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন থাকছে এতে। যা সর্বোচ্চ ১০.৭২ হর্সপাওয়ার এবং ১০.৬ নিউটন মিটার টর্ক তৈরি করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকে মিলবে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টেলিস্কপিক ফর্ক এবং ডুয়াল স্প্রিং সাসপেনশন।
হিরো গ্ল্যামার ১২৫ এর দাম
ভারতের বাজারে নতুন হিরো গ্ল্যামারের দাম রাখা হয়েছে ড্রাম ভেরিয়েন্টের জন্য ৮২ হাজার ৩৪৮ রূপি (এক্স-শোরুম) এবং ডিস্ক ভেরিয়েন্টের জন্য ৮৬ হাজার ৩৪৮ রূপি (এক্স-শোরুম)। ক্যান্ডি ব্লেজিং রেড, টেকনো ব্লু-ব্ল্যাক এবং স্পোর্টস রেড ব্ল্যাক—এই তিন রঙের ভ্যারিয়েন্টে মিলবে বাইকটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।