বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরো মোটোকর্প তাদের নতুন হিরো এক্সপালস ২১০ র্যালি উন্মোচন করল। অফ-রোড রাইডিং-প্রেমীদের জন্য নতুন আকর্ষণ হতে চলেছে এই বাইক।
বাইকটি ২১০ সিসি প্ল্যাটফর্মের ওপর ভিত্তি করে তৈরি, তবে এর পার্টস আরও উন্নত করা হয়েছে যাতে এটি অফ-রোড রাইডিংয়ে আরও ভালো পারফরম্যান্স দিতে পারে। বাইকের ডিজাইন অনেকটাই প্রোডাকশন মডেলের মতো, তবে কিছু পরিবর্তন দেখা গিয়েছে। নতুন হেডল্যাম্প কাউল, র্যালি-স্টাইল হ্যান্ডগার্ডস, এবং ভিন্ন টেইল সেকশন বাইকটিকে আরও আগ্রাসী লুক দিয়েছে। টায়ার হিসেবে ব্যবহার করা হয়েছে ম্যাক্সিসের স্পেশাল অফ-রোড রেডি টায়ার, যা খারাপ রাস্তায় দুর্দান্ত গ্রিপ দেবে। এছাড়া, বাইকের সাসপেনশন সিস্টেম প্রোডাকশন মডেলের থেকে আলাদা, তবে এর স্পেসিফিকেশন এখনো প্রকাশ করা হয়নি।
ইঞ্জিন ও পারফরম্যান্স
এই র্যালি বাইকটি ২১০ সিসি, সিঙ্গেল-সিলিন্ডার, লিকুইড-কুলড ইঞ্জিন ব্যবহার করেছে, যা প্রোডাকশন মডেলের মতোই। তবে র্যালি ভার্সনের জন্য ইঞ্জিনের টিউনিং আরও শক্তিশালী করা হয়েছে, যার ফলে এটি বেশি পাওয়ার ও টর্ক উৎপন্ন করবে। যদিও হিরো এখনো নির্দিষ্ট ফিগার প্রকাশ করেনি, তবে মনে করা হচ্ছে কিছু মাসের মধ্যে এই তথ্য সামনে আসবে।
দাম
প্রোডাকশন ভার্সন এক্সপালস ২১০ ইতিমধ্যেই বাজারে ১.৭৬ লাখ রুপি (এক্স-শোরুম) মূল্যে লঞ্চ হয়েছে এবং বুকিং শুরু হয়েছে। যদিও মার্চ মাসে ডেলিভারি দেওয়ার পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু জল্পনা শোনা যাচ্ছে যে ডেলিভারিতে কিছুটা বিলম্ব হতে পারে। বর্তমানে এক্সপালস ২১০-এর সরাসরি কোনো প্রতিদ্বন্দ্বী নেই এই দামের সেগমেন্টে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।