দাম কমল হিরোর জনপ্রিয় বাইক হাঙ্কের

Hunk

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : হিরোর জনপ্রিয় মোটরসাইকেল হাঙ্ক ১৫০আর মডেলের দাম কমেছে ২০ হাজার টাকা। ক্যাশব্যাক অফারের মাধ্যমে হাঙ্কের দাম কমানো হয়েছে। হিরো বাংলাদেশে এক বিজ্ঞপ্তিতে হাঙ্ক মোটরসাইকেলের দাম কমানোর বিষয়টি জানিয়েছে।

Hunk

হিরো হাঙ্কের বর্তমান দাম
অফার মূল্য: হাঙ্ক ১৫০আর এবিএস ভার্সনের দাম ১ লাখ ৮৪ হাজার ৫০০ টাকা।

হাঙ্ক ১৫০ আর ডাবল ডিস্ক ভার্সনের দাম ১ লাখ ৭৩ হাজার ৫০০ টাকা।

হিরো হাঙ্কের ফিচার
হিরোর হাঙ্ক ১৫০আর মডেলের বাইকে আছে ১৪৯.২ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। এই ইঞ্জিন ৮৫০০ আরপিএম এবং ১২.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করে।